পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ভারত।

আজ অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে 43.1 ওভারে 172 রানে অলআউট হয়ে যায় পাকিস্তান অনুর্দ্ধ 19 দল। ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান দল। মাত্র চার রান করে সুশান্ত মিশ্রার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান পাকিস্তানী ওপেনার মহম্মদ হুরাইরা। তারপর একের পর এক উইকেট পড়তে থাকে পাকিস্তানের। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 62 রানের ইনিংস খেলেন পাক অধিনায়ক রহিল নাজির।

জবাবে ব্যাটিং করতে নেমে কোনো উইকেট না হারিয়ে 35.2 ওভারে জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় ভারতীয় অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। ভারতীয় ওপেনার যশস্বী জয়সাওয়াল সুন্দর একটি সেঞ্চুরি করেন এই ম্যাচে। এছাড়াও আরেক ওপেনার সেক্সনা 59 রানের একটা সুন্দর ইনিংস খেলেন। এই জয়ের ফলে অনুর্দ্ধ 19 বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ভারত।

189113440522caa26003dc4b40cc6a7e1234222e0

উল্লেখ্য 2018 সালে অনুর্দ্ধ 19 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। সেই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেন শুভমান গিল। তিনি 102 রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে পাকিস্তাবের বিরুদ্ধে সেঞ্চুরি করে সকলের নজরে আসেন শুভমান গিল। তার জবাবে ব্যাট করতে নেমে মাত্র 59 রানে গুটিয়ে যায় পাকিস্তান।


Udayan Biswas

সম্পর্কিত খবর