দুরন্ত জয়! হার্দিক ও অমিতের গোলে স্পেনকে হারিয়ে হকি বিশ্বকাপে অভিযান শুরু ভারতের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জয় দিয়েই হকি বিশ্বকাপে (Hockey World Cup 2023) নিজেদের অভিযান শুরু করলো ভারতীয় দল (Indian Hockey Team)। আজ বিরসা মুন্ডা স্টেডিয়ামে চলতি হকি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছিল হরমনপ্রীতের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন দল। মিডফিল্ডার হার্দিক সিং (Hardik Singh) এবং ডিফেন্ডার অমিত রোহিদাসের (Amit Rohidas) গোল ২-০ ফলে ম্যাচ জিতে নিয়েছে ভারত।

ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন অমিত। পরের কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন হার্দিক। ২ গোল করার চেয়েও কোন গোল হজম করতে না হওয়ায় বেশি খুশি ভারতীয় কচি গ্রাহাম রিড। শ্রীজেশের বদলে পরে পরিবর্ত হিসাবে নেমে ভারতের গোলরক্ষকের দায়িত্ব পালন করা কৃষাণ বাহাদুর পাঠক, এর জন্য অনেকটা কৃতিত্ব দাবি করতে পারেন।

যদিও স্পেনের বিরুদ্ধে লড়াই টা আজ একেবারেই সহজ হয়নি ভারতের জন্য। তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে যথেষ্ট চাপ বাড়িয়েছিল ইউরোপের দলটি। কিন্তু গোল না খাওয়ার ধনুক ভাঙা ফোন করেছিল ভারতীয় ডিফেন্স। যদিও ব্যবধান ভারতের হয়ে আরও বাড়তে পারতো যদি না অধিনায়ক হরমনপ্রীত একটি পেনাল্টি নষ্ট করতেন। আজ ম্যাচে পাওয়া ৫টি পেনাল্টির মধ্যে থেকে মাত্র একটি থেকে গোল করতে পেরেছিল ভারত।

india vs spain

আজকের অপর ম্যাচে ভারতের গ্রুপে থাকা ইংল্যান্ড এবং ওয়েলস একে অপরের মুখোমুখি হয়েছিল। ওয়েলসকে আজকের ম্যাচে ৫-০ ফলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ভারতের জন্য চিন্তার ব্যাপার হলো যে এর পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে তাদেরকে।

ভারতের আজকের একাদশ:
শ্রীজেশ (গোলরক্ষক), সুরেন্দর কুমার, মনপ্রীত সিং, হার্দিক সিং, মনদীপ সিং, হরমনপ্রীত সিং (সি), শমসের সিং, বরুণ কুমার, আকাশদীপ সিং, অমিত রোহিদাস, সুখজিৎ সিং


Reetabrata Deb

সম্পর্কিত খবর