বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানে যে প্রথম থেকেই ভারতীয় হকি দল হল (Indian Hockey Team) আক্রমণাত্মক মেজাজের। এবারের এশিয়ান গেমসে (2023 Asian Games) তারা আবার সেই ধারায় ফিরে এসেছে এবং তার ফলাফলটা বেশ ভালোভাবেই লক্ষণীয়। পাকিস্তানকে আগেই বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। এবার আর এক প্রতিবেশী দেশ বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) আরো দাপটে জয় পেল হরমনপ্রীতরা (Harmanpreet Singh)।
পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ চার গোল করেছিলেন অধিনায়ক হরমনপ্রীত। সেদিন বাংলাদেশের বিরুদ্ধে ফের হ্যাটট্রিক করলেন তিনি। ২,৪ এবং ৩২ মিনিটে নিজের তিনটি গোল করেছেন তিনি। ভারত অধিনায়ক ছাড়াও এদিন হ্যাটট্রিক পেয়েছেন মন্দিপ সিং। ১৮, ২৪ এবং ৪৬ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেছেন তিনি।
হরমনপ্রীত এবং মন্দিপ ছাড়া ভারতের আরও পাঁচজন গোল পেয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে। জোড়া গোল করেছেন অভিষেক। একটি করে গোল করেছেন ললিত কুমার উপাধ্যায়, অমিত রোহিদাস, নীলকান্ত শর্মা এবং গুরজন্ত সিং। বাংলাদেশের বিরুদ্ধে এই দাপটে জয়ের পর সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে ভারতীয় দলের।
আরও পড়ুন: রোনাল্ডোর বন্ধুর গোলে যাত্রা শেষ সুনীলদের! ভাঙাচোরা দল নিয়েও এশিয়ান গেমসে মন জিতলো ভারত
এদিন যখন ২১ মিনিটের মধ্যে ভারতীয় দল পাঁচ পাঁচটা গোল করে ফেলেছিল তখন স্পষ্ট হয়ে গিয়েছিল যে ম্যাচের ভবিষ্যৎ কি হতে চলেছে। এই জয়ের মধ্য দিয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পুল ‘এ’-তে শীর্ষস্থানে অবস্থান করছে ভারতীয় দল। বুধবার পুল ‘বি’-তে দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত। মজার ব্যাপার হলো যে ভারতীয় মহিলা হকি দলও নিজেদের গ্রুপে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে এবং আপাতত শীর্ষস্থানে রয়েছে।
বলতে গেলে জাপান ছাড়া আর কেউই ভারতীয় দলকে এই গ্রুপ পর্বের ম্যাচগুলোতে কোনও প্রতিযোগিতার মুখোমুখি খেলতে পারেনি। বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়াও ভারতীয় দল, যারা এই মুহূর্তে বিশ্বক্রমতালিকায় তিন নম্বরে রয়েছে, বাকি প্রতিপক্ষ অর্থাৎ উজবেকিস্তানের বিরুদ্ধে ১৬-০ এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে ১৬-১ ফলে জয় পেয়েছিল।