হকিতে টিম ইন্ডিয়ার “সার্জিক্যাল স্ট্রাইক”, ফাইনালে ধরাশায়ী পাকিস্তান! শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: ভারত (India)-পাকিস্তানের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। দুই দেশের খেলা প্রেমীরা, টিভিতে উঁকি দিয়ে থাকেন কে কখন জিতবে। তবে সেক্ষেত্রে পাকিস্তানের থেকে সর্বদা ভারতই এগিয়ে। ৯০ শতাংশ জয়ই ভারতের ঝুলিতে। এবার আরো একবার পাকিস্তানকে ঘোল খাইয়ে জিতে গেল ভারত। তবে ক্রিকেট ম্যাচ নয় জয় এল হকিতে। জুনিয়র এশিয়া কাপ হকিতে (Asia Cup Hockey) পঞ্চম বারের মত চ্যাম্পিয়ন ভারত। পিআর শ্রীজেশের দলের কাছে ৫-৩ গোলে হারাল পাকিস্তান।

জুনিয়র এশিয়া কাপ হকিতে জয় ভারতের (India):

বুধবার ওমানের মাসকটে ছিল ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচ। যদিও ফাইনালে শুরুটা মোটেই ভালো হয়নি ভারতের (India)। উল্টোদিকে প্রথম থেকেই ছন্দে ছিল পাকিস্তান। প্রথম ৪ মিনিটেই গোল করেন পাকিস্তানের হান্নান শাহিদ। তবে বেশিক্ষণ তাদের ছন্দ ধরে রাখতে দেয়নি ভারত। পাকিস্তানকে প্রত্যুত্তর দিয়ে আক্রমণের তীব্রতা বাড়ায় ভারত। ৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতা ফেরান আরাইজিৎ সিংহ হুন্ডাই। প্রথম কোয়ার্টার খেলা শেষে ফলাফল হয় ১-১ গোলে।

দ্বিতীয় কোয়ার্টার শুরু হতে ভারত বিন্দুমাত্র জায়গা দেয়নি পাকিস্তানকে। প্রতিপক্ষ দল বল নিলেই কায়দা করে বল ছিনিয়ে আনে একের পর এক প্লেয়াররা। প্রথমবারের মতো পেনাল্টিকে কাজে লাগায় ভারত (India)। ম্যাচের ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আরাইজিৎ। এরপর পরের মিনিটে ভারতকে ৩-১ গোলে এগিয়ে দেন দিলরাজ সিংহ। দ্বিতীয় কোয়ার্টারে একেবারে শেষক্ষণে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমিয়ে পাকিস্তানকে এক গোল এনে দেয় সুফিয়ান খান। দ্বিতীয় লগ্নে খেলা শেষের ফলাফল ৩-২ গোল।

আরও পড়ুনঃ ‘শুধু আপনি..,’ দু’বছর পার, নিয়োগ দুর্নীতি মামলায় এবার জোর ধাক্কা পার্থর

তৃতীয় কোয়ার্টার: তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান নিজেদের জায়গা ধরে রাখার জন্য মরিয়া হয়ে ওঠে। ভারতের (India) মুখে হাসি উড়ে যায় যখন পাকিস্তান আক্রমাত্মক খেলা শুরু করে। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় পাকিস্তান। ৪৫ মিনিটে দুই দলই তখন ৩-৩ গোলে। এরপর হাতে মাত্র ১৫ মিনিট। কোন মিরাকেল না হলে ভারত জিততে পারবে না। যদিও ফলাফল দেখে কিছুটা ঘাবড়েও যায় শ্রীজেশের দল।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি! এরই মাঝে ‘কালীঘাটের কাকু’কে নিয়ে বড় খবর

চতুর্থ কোয়ার্টারে হাড্ডা হাড্ডি লড়াই: ভারত (India) তখন বিধ্বংসী ফর্মে। মাত্র ৪৬ মিনিটের মাথায় ভারতকে ব্যবধানে এগিয়ে নিয়ে গেল আরাইজিৎ। যদিও তারপর থেকে আর ভারত এক চুল জায়গা ছাড়েনি পাকিস্তানকে গোল দেওয়ার। খেলা শেষ হতে আর মাত্র চার মিনিট। টাইম ওয়াচ বলছে ৫৬ মিনিট, আবারো একটি গোল এসে গেল আরাইজিতের স্টিক থেকে। ৫-৩ গোলে এগিয়ে যায় ভারত। পঞ্চম বারের মতো জয়ের শিরোপা ভারতের মাথায়। গতবার পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল আর এবার ৫-৩ গোলে এগিয়ে গেল ভারতের হকি দল। তবে এবারের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ আরাইজিৎ সিংহ।

India beats Pakistan in Junior Asia Cup hockey.

ভারতীয় হকি দলকে অভিনন্দন জানালেন মোদী: বুধবার জুনিয়র এশিয়া হকি কাপ জয়ের পর ভারতীয় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমরা হকি চ্যাম্পিয়নদের জন্য গর্বিত! ভারতীয় হকির জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ আমাদের পুরুষ জুনিয়র দল জুনিয়র এশিয়া কাপ ২০২৪ শিরোপা জিতেছে। তাদের অতুলনীয় দক্ষতা, অটুট দৃঢ়তা এবং অবিশ্বাস্য দলগত কাজ এই জয়কে খেলার গৌরবের ইতিহাসে জুড়ে দিয়েছে।”

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর