বাংলা হান্ট ডেস্ক: ইউরোপের (Europe) গন্তব্যগুলি ভারতীয় পর্যটকদের প্রবলভাবে আকৃষ্ট করছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ভারত এখন রেল ইউরোপের (Rail Europe) দ্বিতীয় বৃহত্তম বাজার হয়ে উঠেছে। ভিসা অ্যাপয়েন্টমেন্টে বিলম্ব এবং অচলাবস্থা সত্ত্বেও গত বছর বিপুল সংখ্যক ভারতীয় লন্ডন, সুইজারল্যান্ড, ফ্রান্স এবং ইতালির মতো একাধিক দেশে সফর করেছেন। গত বছর, রেল ইউরোপে ভ্রমণকারী ভারতীয়দের সংখ্যা বিগত ৯০ বছরের যে কোনো সময়ের চেয়ে বেশি ছিল।
এই প্রসঙ্গে রেল ইউরোপের প্রেসিডেন্ট এবং CEO বিয়র্ন বেন্ডার সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ভারত ২০২৩ সালে রেল ইউরোপের ৯০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় বৃহত্তম বাজার হয়ে উঠেছে। যার প্রথম স্থানে রয়েছে আমেরিকা। এই পরিসংখ্যানে চিন এবং জাপানের মতো দেশকেও হারিয়ে দিয়েছে ভারত।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইউরোপের বৃহৎ রেল টিকেটিং কোম্পানি রেল ইউরোপ গত বছর ইউরোপিয় গন্তব্যগুলির জন্য বিশ্বব্যাপী প্রায় ৫ মিলিয়ন ট্রেনের টিকিট বিক্রি করেছে। যেখানে ভারতে প্রায় ৫ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। তিনি বলেন, গত বছর বিশ্বব্যাপী কোম্পানিটির আয় বেড়েছে ৬০ শতাংশ। বেন্ডার আরও জানান যে, রেল ইউরোপের জন্য ভারত সর্বদা শীর্ষ বাজারের মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। তবে, এখন তা দ্বিতীয় স্থানে চলে এসেছে।
আরও পড়ুন: Paytm-এর পর এবার “টার্গেট” BharatPe! পাঠানো হল নোটিশ, বন্ধ হবে আশনির গ্রোভারের UPI অ্যাপ?
এদিকে, চিন, জাপান এবং অন্যান্য দেশের গতি বেশ মন্থর হয়েছে। যে কারণে ওই দেশগুলিতে সংস্থার উপস্থিতি আরও প্রসারিত করতে স্থানীয় দল এবং ট্রাভেল এজেন্টদের সাথে বিনিয়োগের বিষয়টিও উপস্থাপিত করেছেন বেন্ডার। উল্লেখ্য যে, রেল ইউরোপ ভারতে MakeMyTrip, Thomas Cook এবং SwissTours-এর মতো কোম্পানিগুলির সাথে অংশীদারিত্ব করেছে। পাশাপাশি, তারা ২০০ টিরও বেশি রেল প্রোভাইডারদের সাথেও সংযুক্ত রয়েছে।
আরও পড়ুন: এবার চিন-পাকিস্তানকে ঠান্ডা করতে মিলল কড়া দাওয়াই! ভারত তৈরি করছে বিশেষ “গুপ্তচর বিমান”
বেন্ডারের মতে, “প্রায় এক বিলিয়ন ইউরো মূল্যের রেল ইউরোপের টিকিট ইউরোপের বাইরে বিক্রি হয়। এটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা ইউরোপিয় বাজারের বাইরেও আমাদের অংশ বজায় রাখতে চাই এবং ভারতের মতো দেশগুলির মাধ্যমে বৃদ্ধি পেতে চাই। আমরা আগামী কয়েক বছরে ভারত থেকে কমপক্ষে ২০ শতাংশ CAGR (Compound Anuual Growth Rate) আশা করি।” বেন্ডার আরও জানান যে, সুইজারল্যান্ডের মতো দেশগুলি ভারতীয় ভ্রমণকারীদের ভ্রমণ সহজ করতে ভিসার বাধাগুলি দূর করতে গত বছর কঠোর পরিশ্রম করেছে। সুইজারল্যান্ড ভারতীয়দের আকৃষ্ট করে। ভারত থেকে লন্ডন, ফ্রান্স ও ইতালি যাওয়ার ট্রেনের টিকিটের চাহিদাও প্রচুর রয়েছে।”