ডঙ্কা বাজল ‘মেড ইন্ডিয়া”র, চীনের একচেটিয়া সাম্রাজ্যে পতন ধরিয়ে বড় জয় হাসিল করল ভারত

বাংলাহান্ট ডেস্ক : বিশ্ববাজারে স্মার্ট ওয়াচের বাজার দখল করে ফেলেছে ভারত (India)। চির প্রতিদ্বন্দ্বী চীনকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে চলেছে মেড ইন ইন্ডিয়া প্রযুক্তি। কাউন্টারপয়েন্ট রিসার্চে’র একটি দাবি অনুযায়ী, গত বছরের তুলনায় অর্থাৎ ‘ইয়ার-অন-ইয়ার’ হিসেবে ভারতীয় স্মার্ট ওয়াচের বাজার বৃদ্ধি পেয়েছে ৩৪৭ শতাংশ। সারা বিশ্বে স্মার্ট ওয়াচের বাজারে এই মুহূর্তে ভারতের স্থান দ্বিতীয়।

মুদ্রাস্ফীতি বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সারা পৃথিবীতে এক অস্থিরতা কাজ করছে। এমন পরিস্থিতিতেও দ্বিতীয় ত্রৈমাসিকে চমকে দেওয়া ভালো ফল এসেছে স্মার্ট ওয়াচ-র বাজারে। একটি রিপোর্টে দেখা যাচ্ছে সারা পৃথিবীতে প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে স্মার্ট ওয়াচের বিক্রি। এই বৃদ্ধির পিছনে বাজার বিশেষজ্ঞরা ভারতীয় ব্র্যান্ডের জনপ্রিয়তাকেই দায়ী করছেন। ভারতীয় দুটি স্মার্ট ওয়াচ নির্মাণকারী সংস্থা ‘ফায়ার-বোল্ট’ ও ‘নয়েজ’ স্মার্ট ওয়াচের বাজারে শীর্ষস্থান দখল করেছে।

   

বিশ্ববাজারে স্মার্ট ওয়াচের বিক্রি কমেছে চীনের কোম্পানিগুলির। হুয়েই, ইমো অথবা আমাজফিটের কোম্পানিগুলির চাহিদা কমেছে চোখে পড়ার মতো। এর পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ভারতীয় কোম্পানিগুলির বিক্রি। ‘নয়েজে’র বিক্রি গত দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে ২৯৮ শতাংশ। কিন্তু ভারতের বাজারে স্মার্টওয়াচ বিক্রিতে শীর্ষস্থান দখল করে রেখেছে ‘ফায়ার-বোল্ট’।এর ফলে ভারতে ২৬ শতাংশ হ্রাস পেয়েছে ‘নয়েজে’র বিক্রি।

jpg 20220828 110902 0000

কিন্তু ভারতীয় ব্র্যান্ডগুলির জনপ্রিয়তার পিছনে কোন অঙ্ক কাজ করছে? বাজার বিশেষজ্ঞদের ধারণা, এর পিছনে রয়েছে ভারতীয় বাজারে স্মার্ট ওয়াচ গুলির কম দাম।

উল্লেখ্য গত ত্রৈমাসিকে স্মার্টওয়াচ বিক্রিতে বিশ্ববাজারে দ্বিতীয় স্থানে ছিল চীন। আর্থিক মন্দার কারণে বর্তমানে তারা নেমে এসেছে তিন নম্বরে। তারা মনে করছে ভারতীয় বাজারে তাদের পণ্য যদি বিক্রি না হয় তাহলে পরিস্থিতি উন্নতি হওয়া সম্ভব নয়। কিন্তু ভারতীয় বাজারে দেশীয় ব্র্যান্ডের চাহিদা চীনকে রীতিমতো চিন্তায় ফেলেছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপের বাজারে চীন নেমে এসেছে চতুর্থ স্থানে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর