বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে এল সুসংবাদ। ভারত-ভুটান (India-Bhutan) রেলপথ নির্মাণের কাজ খুব শীঘ্রই তৈরি হবে বলেই জানা গিয়েছে। শুধু তাই নয়, আগামী অর্থবর্ষের মধ্যেই মিলবে অনুমোদন। ইতিমধ্যেই অবশ্য, অসমের কোকরাঝাড় থেকে ভুটানের (Bhutan) গেলেফু পর্যন্ত প্রায় ৬৩ কিমির রেললাইন বসানোর জন্য সমীক্ষার কাজ শেষের পথে।
ভারত-ভুটান (India-Bhutan) রেলপথের আপডেট
সূত্রের খবর, এই নয়া রুটে রেলপথ তৈরির জন্য জোরকদমে চলছে ‘ডিটেলড প্রোজেক্ট রিপোর্ট’ বা ডিপিআর তৈরীর কাজ। বিশেষজ্ঞদের মতে, ডিপিআর তৈরীর প্রক্রিয়া শেষ হলেই হাতে আসবে রেলপথ নির্মাণের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র। ভারতীয় রেলের (Indian Railways) তরফে অবশ্য জানানো হয়েছে, বহুদিন ধরেই ভারত-ভুটান (India-Bhutan) রেলপথের দাবি উঠছিল।
রেলপথে ভারত-ভুটান (India-Bhutan) নতুনভাবে সংযুক্ত হলে শুধু যে পর্যটকরা উপকৃত হবেন তাই নয়, ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রেও এক নতুন দিক খুলে যাবে। সাম্প্রতিক অতীতে ভারতের সঙ্গে ভুটানের সরাসরি রেল (Railway Track) যোগাযোগ গড়ে তুলতে প্রাথমিকভাবে পাঁচটি সম্ভাব্য রুটের কথা ভাবা হয়েছিল। আপাতত জানা গিয়েছে, অসম থেকে ভুটান পর্যন্ত ট্রেন চলতে পারে তিনটি রুটে।
আরোও পড়ুন : একধাক্কায় কয়েক বছর এগিয়ে যাবে গল্প, ‘জগদ্ধাত্রী’ থেকে বিদায় নিচ্ছেন এই গুরুত্বপূর্ণ অভিনেত্রী!
এদিকে, পশ্চিমবঙ্গের (West Bengal) জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার মধ্যে দিয়ে আরোও একটি রুটের কথাও আলোচনায় উঠে আসে। অন্যদিকে, অসম (Assam) থেকে ভুটান পর্যন্ত প্রস্তাবিত রেলরুটগুলির মধ্যে অন্যতম ছিল কোকড়াঝাড়-গেলেফু। শেষ পর্যন্ত রেল মন্ত্রক বেছে নেয় সেই রুটটিকেই। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে সমীক্ষার কাজ চলেছে।
বিশেষজ্ঞরা বলছেন, আগামী অর্থবর্ষেই যদি একবার ভারত-ভুটান (India-Bhutan) এই নতুন ট্রেন লাইনের জন্য বাজেট বরাদ্দ হয়ে যায়, সেক্ষেত্রে কাজ শুরু হতে খুব একটা দেরি হবে না। আর সরাসরি রেলরুট চালু হলে অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফু পৌঁছতে ঘণ্টা খানেক সময় লাগবে। ফলে, পণ্য পরিবহন থেকে পর্যটন, সবকিছু এগোবে তড়তড়িয়ে। সবমিলিয়ে লাভবান হবেন দুই দেশের মানুষই।