মহাকাশ ক্ষেত্রেও বন্ধুত্বের নিদর্শন রাখল ভারত -ভুটান, গলায় কাঁটা বিঁধল চীন সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের রাজত্বকালে ‘বিশ্ব এক পরিবার’ এই চিন্তা ধারার উপর প্রাধান্য দিয়ে, আবারও নিজের অভিমত ব্যক্ত করেছেন। প্রতিবেশি বন্ধু দেশ ভুটানের (Bhutan) মহাকাশে (Outer space) উপগ্রহ প্রেরণের সম্মতিপত্রকে সম্মতি জানিয়েছে ভারত।

গত বছর ১৯ শে নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রী মন্ডলের পক্ষে থেকে দুই দেশের মধ্যে মহাকাশে উপগ্রহ প্রেরণের সকল বিষয়ে সম্মতি দিয়ে দেয়। এরপর একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, ভারত যেকোন পরিস্থিতিতে প্রতিবেশি দেশদের পাশে দাঁড়াতে পারে।

10WeirdAndFascinatingFactsAboutSpaceTravel1

দুই দেশের মধ্যেকার এই বিষয়ে ভারতের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জেভারেকর। দুই দেশের এই সম্মতিপত্রে ভারতের ইসরো এবং ভুটানের MOIS -এর সদস্যদের নিয়ে একটি প্রতিনিধি কমিটি গঠন করা হবে। এই কমিটি এই কাজের সঙ্গে যুক্ত থাকবে।

পাশাপাশি একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপও তৈরি করা হবে। এই কমিটির মাধ্যমে ভুটান সরকারের সঙ্গে মানবতার দিক থেকে সহযোগিতার দিক থেকে মহাকাশে উপগ্রহ প্রেরণের কাজকর্মের দেখভাল করবে। মোদী সরকার বর্তমান সময়ে ভুটানের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, এর দ্বারা ভারত এবং ভুটানের মধ্যেকার বন্ধুত্বের সম্পর্কের নির্দশনের প্রকাশ পাচ্ছে।

Modi and Lotay

সেইসঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রেও ভুটানের অনেক সাহায্য করেছে ভারত। ব্যবসায়িক দিক থেকেও ভারত এবং ভুটানের মধ্যেকার ভালো সম্পর্ক অনেক দিনের। ভারত ভুটানের সবথেকে বড় ব্যবসায়িক বন্ধু।

ভারত এবং ভুটানের এই বন্ধুত্বের সম্পর্ক যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে চীন সরকারের কাছে। চীন সরকার একদিকে যেমন ভুটানের জমি আত্মসাৎ করার ফন্দি আঁটছে, তেমন অন্যদিকে ভুটানও ভারতের সঙ্গে জোট বেঁধে চীনকে নিজের জায়গা বুঝিয়ে দিচ্ছে।


Smita Hari

সম্পর্কিত খবর