চুপিসারে ভারত-ভুটানের মধ্যে হয়ে গেল ঐতিহাসিক চুক্তি, মোদীর মাস্টারস্ট্রোকে দিশেহারা চীন!

বাংলা হান্ট ডেস্ক: এবার রেলপথে (Rail) যুক্ত হতে চলেছে ভারত (India) এবং ভুটান (Bhutan)। সোমবার ভুটানের রাজা জিগমি খেসার নাগমেল ওয়াংচুকের (Jigme Khesar Namgyel Wangchuck) সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দুই দেশের মধ্যে রেলপথের সংযুক্তিকরণের বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, ভারত এবং ভুটানের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি এবং আন্তঃ সীমান্ত পরিবহনের ক্ষেত্রে অনেকগুলি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে। জানা গিয়েছে, ভারত-ভুটান রেল সংযোগের জন্য (Train Connection) স্থান নির্বাচন করতে খুব শীঘ্রই সমীক্ষা শুরু হবে। রেলপথের জায়গা খুঁজতে ভুটানের রাজা সম্মতি দিয়েছেন বলে সূত্রের খবর।

সোমবার নয়াদিল্লিতে আসেন ভুটানের রাজা জিগমি খেসার নাগমেল ওয়াংচুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হয়। বৈঠকের পর মোদী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘ভুটানের রাজাকে ভারতের স্বাগত জানাতে পেরে আনন্দিত। ভারত-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আমরা অত্যন্ত উষ্ণ এবং ইতিবাচক আলোচনা করেছি।’ ভুটানের পাশে থাকার বার্তা দিয়ে ভুটানের জনগণের উন্নয়ন এবং কল্যাণের জন্য দৃষ্টি প্রসারিত করা হচ্ছে বলেও জানান মোদী।

 

এদিকে ভারতের সঙ্গে ভুটানের রেল সংযোগের ফলে বড় ধাক্কা খেল চীন (China)। ভুটান সরকার চীনের সঙ্গে এমন কোনও চুক্তি করবে না যেখানে ভারতের ক্ষতি হবে। অন্যদিকে, পশ্চিমবঙ্গের (West Bengal) বানারহাটের সঙ্গে ভুটানের সামসের মধ্যে রেল সংযোগ গড়ে তোলার জন্য দু’পক্ষই সম্মত হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য পরিকাঠামো, ব্যবসা এবং মিউচুয়ালে বিনিয়োগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, মহাকাশ প্রযুক্তি, এমনকী দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ক্ষেত্রেও ভুটানের রাজার সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

Monojit

সম্পর্কিত খবর