বাংলা হান্ট ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে। তারপরেই রীতিমতো উত্তাল হয়ে ওঠে গোটা দেশ (India)। শুধু তাই নয়, সরকারের কাছে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ারও দাবি জানানো হয়। এদিকে, ইতিমধ্যেই কেন্দ্রের তরফে পাকিস্তানকে কোণঠাসা করতে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) সোমবার (৫ এপ্রিল, ২০২৫) একটি বড় সিদ্ধান্ত নিয়েছে।
কড়া অ্যাকশনের পথে ভারত (India):
যেখানে দেশের (India) একাধিক রাজ্যকে নাগরিকদের নিরাপত্তার জন্য মক ড্রিল (সিভিল ডিফেন্স ড্রিল) পরিচালনার নির্দেশ জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে, ওই রাজ্যগুলি ৭ মে, ২০২৫ তারিখে কার্যকরভাবে নাগরিক নিরাপত্তার জন্য মক ড্রিল আয়োজন করবে। যাতে যেকোনও জরুরি পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
পাশাপাশি, ওই সময়কালে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হবে। যেমন-
১. বিমান হামলার সতর্কীকরণ সাইরেন পরিচালনা।
২. শত্রুর আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষা করার জন্য অসামরিক নাগরিক কিংবা পড়ুয়া সহ অন্যান্যদের অসামরিক প্রতিরক্ষার দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া।
আরও পড়ুন: ODI-T20-তে বজায় রয়েছে দাপট! কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে ধাক্কা খেল টিম ইন্ডিয়া, এগিয়ে গেল এই দল
৩. ক্র্যাশ ব্ল্যাক আউট ব্যবস্থার বিধান।
৪. গুরুত্বপূর্ণ স্থাপত্য বা অংশে নিরাপদ সময়ের মধ্যে লুকনোর ব্যবস্থা।
৫. স্থানান্তরের পরিকল্পনা আপডেট এবং এই সংক্রান্ত মহড়া করা।
আরও পড়ুন: আর থাকবে না পড়শি দেশের অস্তিত্ব? ভারতের সাথে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের অন্দরে শুরু ভয়াবহ যুদ্ধ
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকবার ভারতের (India) শীর্ষ প্রতিরক্ষা আধিকারিকদের সাথে উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন করেছেন। যেখানে ওই ভয়াবহ জঙ্গি হামলার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়েই আলোচনা করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী এটাও ঘোষণা করেছেন যে, ওই হামলার সাথে যুক্ত জঙ্গীদের এবং ষড়যন্ত্রকারীদের কল্পনাতীত জবাব দেওয়া হবে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: