হাইপারসনিক, AI, রোবোটিক্স….২০২৫ সালে আরও শক্তিশালী হবে ভারতীয় সেনা, জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে সামরিক দিক থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত (India)। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রতিরক্ষা মন্ত্রক (MoD) ২০২৫ সালকে সংস্কারের বছর হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

বড় পদক্ষেপ ভারতের (India):

মূলত, ভারতের (India) সশস্ত্র বাহিনীর কারিগরি অগ্রগতি এবং যুদ্ধ প্রস্তুতিতে আধুনিকতা নিয়ে আসার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন বছরের প্রাক্কালে এটি ঘোষণা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে, এই উদ্যোগ ভারতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের সফরে এই সংস্কারের বছর একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

India big step to strengthen the army.

রাজনাথ সিং জানান যে, সংস্কারের জন্য সাইবার ও স্পেসের মতো নতুন ডোমেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ মেশিন লার্নিং, হাইপারসনিক এবং রোবোটিক্সের মতো উদীয়মান প্রযুক্তির দিকে ফোকাস করা উচিত। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধ জয়ের জন্য প্রয়োজনীয় কৌশল, রণনীতি ও প্রক্রিয়াও তৈরি করতে হবে।

আরও পড়ুন: কলকাতার বুকে নেটমাধ্যমে অত্যন্ত জনপ্ৰিয় এই মন্দিরে চলছে “তোলাবাজি”! বিস্ফোরক অভিযোগ কুণালের

“আধুনিকীকরণের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ”: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সংস্কারের এই বছরটি সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের সফরে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এটি দেশের (India) প্রতিরক্ষা প্রস্তুতিতে অভূতপূর্ব অগ্রগতির ভিত্তি স্থাপন করবে। এভাবে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের মধ্যেও জাতির নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হবে।

আরও পড়ুন: গম্ভীরের রাগ, প্লেয়ারদের মধ্যে লড়াই! বছরের শুরুতেই ফাঁস টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমের “উত্তপ্ত” আলোচনা

এছাড়াও, ডিফেন্স ইকোসিস্টেমে বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতার দিকে মনোনিবেশ করার পাশাপাশি প্রতিরক্ষা পণ্যের বিশ্বাসযোগ্য রফতানিকারক দেশ হিসেবেও ভারত (India) যাতে এগিয়ে যেতে পারে সেই দিকেও নজর দেওয়ার বিষয়টি উপস্থাপিত হয়েছে। এছাড়াও, প্রতিরক্ষা ক্ষেত্র এবং অসামরিক শিল্পের মধ্যে প্রযুক্তি হস্তান্তর থেকে শুরু করে জ্ঞান ভাগ করে নেওয়ার সুবিধার্থে ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধার জন্য সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বের প্রচারের বিষয়টিও নজরে রাখা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর