বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে সামরিক ক্ষেত্রে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারত (India)। সেই রেশ বজায় রেখেই আগামী ২৮ এপ্রিল ভারত ও ফ্রান্সের মধ্যে সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। যার মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬ টি রাফাল-মেরিন বিমান কেনা হবে বলে জানা গিয়েছে। প্রতিরক্ষা সূত্র সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছে, এটি ৬৩,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি হবে। যেটিতে উভয় পক্ষের উচ্চ আধিকারিকেরা কর্মকর্তারা স্বাক্ষর করবেন। আরও জানা গিয়েছে যে, প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতরের সাউথ ব্লকের বাইরে এই চুক্তি সংক্রান্ত অনুষ্ঠানটি সম্পন্ন হতে পারে।
ফের শক্তিশালী হবে ভারত (India):
উল্লেখ্য যে, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু রবিবার সন্ধ্যায় ভারতে (India) আসবেন এবং সোমবার গভীর রাতে ফিরে যাবেন। এদিকে, গত ৯ এপ্রিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি বৈঠক সম্পন্ন হয়। ইতিমধ্যেই, নয়াদিল্লি ২৬ টি রাফাল-মেরিন কমব্যাট বিমানের চুক্তি অনুমোদন করেছে। যা একটি সরকার টু সরকার চুক্তি। এই চুক্তিতে ২২ টি একক আসনের এবং ৪ টি দ্বি- আসনের বিমান অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি, বিমান বহরের রক্ষণাবেক্ষণ, সরবরাহ সহায়তা, ব্যক্তিগত প্রশিক্ষণ এবং দেশীয় উপাদান তৈরির একটি সম্পূর্ণ প্যাকেজও থাকবে।
এই যুদ্ধবিমানগুলি INS বিক্রান্ত থেকে পরিচালিত হবে এবং বর্তমানে থাকা মিগ-২৯ K বহরকে সাপোর্ট করবে।২০১৬ সালে স্বাক্ষরিত একটি পৃথক চুক্তির অধীনে ভারতীয় বিমান বাহিনীর কাছে ইতিমধ্যেই ৩৬ টি রাফাল জেট রয়েছে। যেগুলি আম্বালা এবং হাশিমারা ঘাঁটি থেকে পরিচালিত হয়।
আরও পড়ুন: অলৌকিক ঘটনা! মন্দিরের উদ্বোধনের আগেই সমুদ্রপথে দিঘায় উপস্থিত স্বয়ং জগন্নাথ দেব
ভারতে রাফাল বিমানের সংখ্যা: ২৬টি রাফাল-মেরিনের চুক্তির মাধ্যমে, ভারতে (India) মোট রাফাল বিমানের সংখ্যা বেড়ে ৬২ হবে। যার মাধ্যমে ভারতীয় অস্ত্রাগারে ৪.৫ প্লাস প্রজন্মের বিমানের সংখ্যা বৃদ্ধি পাবে। ভারতীয় বিমান বাহিনী শীঘ্রই মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফটের জন্য একটি নতুন টেন্ডার জারি করতে চলেছে। তবে, বিমান বাহিনী তাদের তাৎক্ষণিক চাহিদা মেটাতে বিশেষ বিমান অর্জনে আগ্রহ দেখাচ্ছে। এর পাশাপাশি, সেনাবাহিনী আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হওয়ার জন্যও ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ফের ভয়ানক ষড়যন্ত্র বাংলাদেশের! ইউনূস সরকারের পরিকল্পনায় এবার বন্যায় ভাসবে ভারত?
রাফাল-মেরিন যুদ্ধবিমানের সক্ষমতা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাফাল-মেরিন যুদ্ধবিমানগুলি হল ৪.৫ প্লাস প্রজন্মের মাল্টিরোল বিমান। যা ভারতীয় নৌবাহিনীর জন্য ডিজাইন করা হয়েছে। এই বিমানগুলি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি উভয় ধরণের মিশন সম্পাদন করতে সক্ষম। এর সর্বোচ্চ গতি ১.৮ ম্যাক (প্রায় ২,২০০ কিমি/ঘন্টা)।এগুলি ৫০ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় কাজ করতে পারে। রাফাল-মেরিন বিমানে উন্নত AESA রাডার, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং মাল্টি-সেন্সর ডেটা ফিউশন রয়েছে। যা ওই বিমানকে আরও ভালো টার্গেট শনাক্তকরণ এবং নির্ভুল আঘাত করার ক্ষমতা দেয়।এই জেটগুলি মেটিওর এবং মাইকা ক্ষেপণাস্ত্র, লেজার-নির্দেশিত বোমা এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র বহন করতে পারে। এগুলির রেঞ্জ হল ৩,৭০০ কিলোমিটার। যা দীর্ঘ অভিযানের জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয়।