বাংলা হান্ট ডেস্ক: গত মঙ্গলবার ভারত (India) এবং কাতার (Qatar) পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে বড় পদক্ষে গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই দুই দেশ আগামী ৫ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে ২৮ বিলিয়ন ডলারে নিয়ে যাবে বলেও জানা গিয়েছে। এর পাশাপাশি উভয় দেশ তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতেও সম্মত হয়েছে।
ভারত (India) এবং কাতারের বাণিজ্যিক সম্পর্ক:
এদিকে, এই বিষয়ে ভারত (India) ও কাতারের মধ্যে একটি চুক্তি বিনিময়ও হয়েছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির মধ্যে সম্পন্ন হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১৫ বিলিয়ন ডলার: খবর অনুযায়ী, ভারতে (India) কাতারের বিনিয়োগ এখন ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। যেখানে কাতারের বিনিয়োগের মধ্যে রয়েছে টেলিকম, রিটেল এবং ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত। কাতারের সাম্প্রতিক বিনিয়োগের মধ্যে রয়েছে ১ বিলিয়ন ডলারের রিলায়েন্স রিটেইল ভেঞ্চার এবং ২০২৩ সালে ৩৯৩ মিলিয়ন ডলারের ইনডোস্পেস লজিস্টিক পার্কের বিনিয়োগ। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১৫ বিলিয়ন ডলার।
India, Qatar aim to double trade to $28 bln in five years https://t.co/Vb3J0D6Cpc pic.twitter.com/ppNGVHAHPN
— Reuters Asia (@ReutersAsia) February 18, 2025
এদিকে, দুই দেশের মধ্যে আলোচনায় ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কাতারের বিদেশমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকরা উপস্থিত ছিলেন। যেখানে বাণিজ্য থেকে শুরু করে প্রযুক্তি এবং জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে আরও বিস্তৃত করার উপায় নিয়েও আলোচনা করেছেন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঝড় তুলতে প্রস্তুত KKR-এর এই ৩ তারকা খেলোয়াড়, তালিকায় বড় চমক
ভারত-জিসিসি এফটিএ নিয়ে আলোচনা হয়েছে: এমতাবস্থায় একটি প্রশ্নের জবাবে, বিদেশ মন্ত্রকের সিপিভি এবং ওআইএ-এর সচিব অরুণ কুমার চ্যাটার্জি বলেন, দুই পক্ষ ভারত (India)-জিসিসি এফটিএ নিয়ে আলোচনা করেছে এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক স্তরে একটি এফটিএ-র সম্ভাবনা অন্বেষণ করছে। বৈঠকের সময় শক্তি সুরক্ষা নিয়েও আলোচনা করা হয়েছিল। পাশাপাশি, কীভাবে এটি ব্যাপকভাবে প্রসারিত করা যায় তার ওপরেও দৃষ্টি নিক্ষেপ করা হয়। উভয় পক্ষই দ্বৈত কর এড়াতে এবং আয়ের ওপর করের ক্ষেত্রে রাজস্ব ফাঁকি রোধ করতে সম্মত হয়েছে।
আরও পড়ুন: মহাকুম্ভের অ্যাকশন! বাজারে পতন সত্বেও টাটা গ্রুপের এই শেয়ারে রকেটের গতি, মালামাল বিনিয়োগকারীরা
দুই দেশের মধ্যে জ্বালানি নিয়েও কথা হয়েছে: এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হচ্ছে। কাতার ভারতে লিকুইফায়েড প্রাকৃতিক গ্যাস (LNG) এবং লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাসের (LPG) বৃহত্তম সরবরাহকারীদের মধ্যে অন্যতম দেশ। বৈঠকের সময়ে উভয় দেশের নেতা জ্বালানি সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তারওউপর জোর দেন। কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এনার্জি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের পেট্রোনেট LNG-র সাথে দীর্ঘমেয়াদী LNG সরবরাহ চুক্তির মেয়াদ বাড়িয়েছে। যার মূল্য আনুমানিক ৭৯ বিলিয়ন ডলার। যেটি ২০৪৮ সাল পর্যন্ত চলবে।