বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় সেনা (Indian Army) এবার শত্রু পক্ষের নজরে না এসেই লাদাখে (Ladakh) নিজেদের গতিবিধি চালাতে পারবে। এরজন্য ভারত সরকার মানালি থেকে লেহ পর্যন্ত একটি নতুন রাস্তা বানানোর পরিকল্পনায় কাজ করছে। এই রাস্তা পাহাড়ের উচ্চতায় থাকা এই কেন্দ্র শাসিত প্রদেশকে বাকি দেশের সাথে যুক্ত করার তৃতীয় লিংক হবে। ভারত বিগত তিন বছরে দৌলত বেগ ওল্ডি সমেত রণনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ উত্তর সাব সেক্টরের বিকল্প কানেকটিভিটি উপলব্ধ করার কাজ করছে। আর সেই অনুযায়ী, বিশ্বের সবথেকে উঁচু মোটরেবল রোড খারদুং লা পাসের কাজও শুরু হয়ে গেছে।
সংবাদ সংস্থা ANI সরকারি সুত্র থেকে খবর নিয়ে জানায়, ‘এজেন্সি গুলো মানালি থেকে লেহ পর্যন্তের জন্য নিমু-পদম-দরচা এক্সিস থেকে হয়ে বৈকল্পিক সম্পর্ক উপলব্ধ করার কাজ করছে। এই বৈকল্পিক রাস্তার ফলে এখন জোজিলা পাশ হয়ে শ্রীনগর আর সরচু হয়ে মানালি থেকে লেহ যাওয়ার তুলনায় কম সময় লাগবে।
যদি এই রাস্তা হয়ে যায়, তাহলে মানালি থেকে লেহ পৌঁছানর জন্য তিন ঘণ্টা কম সময় লাগবে। আরেকদিকে, সেনা এবং বড়সড় সামরিক সামগ্রী মোতায়েন করার সময় পাকিস্তান এবং ভারতের অন্যান্য শত্রুরা সেনার গতিবিধি ঘুণাক্ষরে টের পাবে না।
এখনো পর্যন্ত সামরিক সামগ্রী আর সেনাকে নিয়ে যাওয়ার জন্য যেই রাস্তা ব্যবহৃত হয়, সেটি জোজিলা পাশ হয়ে যায়। এই রাস্তা দ্রাস-কারগিল এক্সিস দিয়ে লেহ পর্যন্ত যায়। ১৯৯৯ সালে হওয়া কারগিল যুদ্ধে পাকিস্তানি সেনা এই রাস্তাকে বিশেষ ভাবে নিশানা বানিয়েছিল।
সুত্র থেকে জানা যায় যে, এই যোজনায় কাজ শুরু হয়ে গেছে। এই নতুন রাস্তা মানালি আর লেহ কে নিমুর সাথে যুক্ত করবে। জানিয়ে দিই, চীনের সাথে চলা বিবাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখের সফরে গেহচিলেন। সেখানে তিনি নিমু বেসে গিয়ে জওয়ানদের মনোবল বৃদ্ধি করেছিলেন।