বাংলা হান্ট নিউজ ডেস্ক: এজাজ প্যাটেলের দুরন্ত বোলিং আশা জুগিয়েছিল নিউজিল্যান্ডকে। একইদিনে দুটি যুগান্তকারী রেকর্ড গড়ে ভারতকে কোণঠাসা করেছিলেন এজাজ। তারপরেই কিউয়ি ক্রিকেটারদের এবং সমর্থকদের মনে একটা আশা জেগেছিল যে, হয়তো ভারতকে ভারতের মাটিতেই মাত দেওয়া যাবে। কিন্তু কিছুক্ষণ পরেই নিউজিল্যান্ড দলকে বাস্তবের মাটিতে টেনে নামালেন ভারতীয় বোলাররা।
পিচ যে স্পিনারদের সহায়তা করবে তা জানাই ছিল। কিন্তু বল হাতে কিউয়ি শিবিরে প্রথম ভাঙন ধরান মহম্মদ সিরাজ। কিছুক্ষণ আগে যিনি এজাজ প্যাটেলের দশম শিকার হয়েছিলেন তিনিই ফিরিয়ে দেন নিউজিল্যান্ডের তিন ব্যাটারকে। কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম, ওপর ওপেনার উইলিয়াম ইয়ং এবং অভিজ্ঞ তারকা রস টেলর-কে ফিরিয়ে দেন তিনি।
এরপর বাকি সময়টুকু চলে ভারতীয় স্পিনারদের দাপট। সেই স্পিনের ফাঁসে হাঁসফাঁস করতে করতে নিউজিল্যান্ড মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায়। প্রত্যেক স্পিনার-ই একটি করে উইকেট নিয়েছেন। ৮ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন অশ্বিন। দুটি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল এবং একটি উইকেট নেন জয়ন্ত যাদব।
এরপর নিউজিল্যান্ডকে ফলো অন না করিয়ে নিজেদের ব্যাটিং প্র্যাকটিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। এই প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর বিনা উইকেটে ৪০। কালকের দিনটাও দীর্ঘক্ষণ ব্যাটিং করে ৫০০ রানের মতো লিড হাতে নিয়ে নিউজিল্যান্ডকে অল-আউট করাই হয়তো লক্ষ্য থাকবে ভারতীয় অধিনায়কের।