আম্বানি, আদানি নয়; এবার ‘বিজনেস আইকন অফ দ্য ইয়ার’ এই শিল্পপতি! নাম জানলে অবাক হবেন

বাংলাহান্ট ডেস্ক : গত তিন দশক ধরে সাফল্যের সাথে সামলেছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর দায়িত্ব। এবার বিজনেস টুডে-র দেশের সেরা CEO পুরস্কার অনুষ্ঠানে ‘বিজনেস আইকন অফ দ্য ইয়ার’ সম্মানে ভূষিত হলেন আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা। পাশাপশি এদিনের অনুষ্ঠানে ‘ইমপ্যাক্ট আইকন অফ দ্য ইয়ার’  সম্মানে সম্মানিত করা হয় ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে।

ভারতে (India) কুমারমঙ্গলম বিড়লার জয়জয়কার

১৯৯৫ সালে বাবা আদিত্য বিক্রম বিড়লার অকাল প্রয়াণের পর কুমারমঙ্গলম বিড়লা কাঁধে তুলে নেন আদিত্য বিড়লা গোষ্ঠীর (Aditya Birla Group) চেয়ারম্যানের দায়িত্ব। গত কয়েক দশকে আদিত্য বিড়লা গোষ্ঠীর কার্বন, সিমেন্ট, রাসায়নিক পদার্থ, কাপড়, আর্থিক পরিষেবা ও টেলিযোগাযোগ ক্ষেত্রে চূড়ান্ত সফলতার নেপথ্যের কারিগর কুমারমঙ্গলম বিড়লা।

আরও পড়ুন : মরাঠি-তেলুগু সিরিয়ালের রিমেক, কী রহস্য লুকিয়ে অপর্ণা-আর্যর জীবনে! সম্প্রচারের আগেই ফাঁস গল্প

গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, ভোডাফোন আইডিয়া লিমিটেড, হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেইল লিমিটেড, আদিত্য বিড়লা ক্যাপিটাল, ডোমস্যা ফ্যাব্রিকার, এসেল মাইনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুরুভার রয়েছে কুমারমঙ্গলম বিড়লা কাঁধে। এদিনের অনুষ্ঠানমঞ্চ থেকে আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান নিজের অভিজ্ঞতা থেকে তুলে ধরেছেন বৈশ্বিক শিল্প সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ।

আরও পড়ুন : আট মাসে দুবার স্লট বদল, তবুও ধরা দিল না TRP, এইদিনই অন্তিম সম্প্রচার জি বাংলার মেগার!

কুমারমঙ্গলম বিড়লার (Kumar Mangalam Birla) মতে, আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক বাজারে নিজেদের সম্প্রসারণ প্রয়োজন, তবে সেক্ষেত্রে আত্মতুষ্টি বা অহংকারের স্থান নেই। সুকৌশল ও সঠিক পরিকল্পনাই হতে পারে সাফল্যের চাবিকাঠি। আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান মনে করেন, নতুন ক্ষেত্রে ব্যবসায়িক প্রবেশ শুধু সফলতা প্রদান করতে পারেনা কখনওই। সেই ক্ষেত্রের কর্ম সংস্কৃতি ও কর্ম কৌশলই পারে সুসংহত ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করতে।

India business icon of the year

এদিনের অনুষ্ঠানে কুমারমঙ্গলম বিড়লা বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসার সম্প্রসারণের জন্য প্রয়োজন সুসংহত এবং দক্ষ নেতৃত্ব। সঠিক নীতি কার্যকর করে এগিয়ে যেতে হবে লক্ষ্যে। পাশাপাশি ভারতের (India) অন্যতম সফল এই উদ্যোগপতির কথায়, শুধুমাত্র বাজার দখলের লড়াইয়ে সামিল না হয়ে, বিদ্যমান ব্যবসাগুলির মধ্যে সঠিক সমন্বয় ও মজবুত ভিত তৈরির ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়া উচিত সকলের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর