বাংলা হান্ট ডেস্ক: সেনাবাহিনীর উন্নতিতে ব্যাপকভাবে মনোনিবেশ করেছে ভারত। বায়ু সেনার শক্তি আরও বাড়াতে বড়োসড়ো সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শত্রুর যুদ্ধবিমানকে ধুলিস্যাৎ করতে ৫০০ কোটি টাকার আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয়ে ছাড়পত্র দিল কেন্দ্র।
সরকার সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি সম্প্রতিই সবুজ সংকেত দিয়েছে বায়ুসেনাকে। আজ প্রতিরক্ষা মন্ত্রক এই ব্যাপারে সরাসরি জানিয়েছে বায়ুসেনা তে। দেওয়া হয়েছে ৬ স্কোয়াড্রন আকাশ মিসাইল সিস্টেম কেনার অনুমোদন। এর ফলে আকাশ মিসাইল সিস্টেমের সংখ্যা বেড়ে হবে ১৫।
ইতিমধ্যে বিঘ্নিত হয়েছে ভারত-পাক সম্পর্ক পাক প্রধানমন্ত্রী সম্পর্ক পাক প্রধানমন্ত্রী ইমরান খান হঠাৎই পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ভারত নিজের যুদ্ধ সামগ্রী ও যুদ্ধ কলাকুশলীদের কলাকুশলীদের যুদ্ধ কলাকুশলীদের উন্নতি এগিয়ে নিয়ে চলেছে। বিভিন্ন দেশ থেকে শক্তিশালী হাতিয়ার আমদানি করা হচ্ছে। ভারত বারবার প্রমাণ করছে যুদ্ধক্ষেত্রে দ্বারা আমরা অন্য দেশগুলির থেকে কম কিছু নয়।
সম্প্রতি, ভারতীয় বায়ুসেনার যোগ দিয়েছে যুদ্ধক্ষেত্রে দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর বোয়িং এএইচ-৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার। ভারতীয় বায়ুসেনায় এই কপ্টার এলে দেশের যুদ্ধ শক্তিতে আরো বাড়বে তা বলাই বাহুল্য। জানা গেছে মঙ্গলবার পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনায় যোগ দিয়েছে এএইচ-৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার। সূত্রে খবর, বায়ুসেনার এমআই-৩৫ কপ্টারের পরিবর্তে নিজের ক্রিয়া-কলাপ চালাবে এই বিধ্বংসী কপ্টার।
গত ২৭ জুলাই গাজিয়াবাদের হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে এই কপ্টারের প্রথম ব্যাচটি এসে পৌঁছায়। বিভিন্ন ধাপে পরীক্ষা-নিরীক্ষা করার পর পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে পাঠানো হয়েছে এএইচ-৬৪ই অ্যাপাচে কে।