বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের ঘরের মাঠে পরপর দুটি সীমিত ওভারের সিরিজ জয়। নিঃসন্দেহে রোহিত শর্মার স্বল্পদিনের কেরিয়ারে এটি এখনও অবধি সবচেয়ে বড় সাফল্য বলেই পরিগণিত হবে। কাল হার্দিক এবং পন্থের পারফরম্যান্সের ওপর নির্ভর করে ওডিআই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। আর এই দুর্দান্ত সাফল্যের পুরস্কার স্বরুপ ভারত এক ধাপ লাফিয়ে পুরুষদের ওডিআই দলের র্যাঙ্কিংয়ে নিজেদের তিন নম্বর জায়গা নিশ্চিত করে ফেলল। পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছেন রোহিত শর্মারা।
<span;>কাল তারকা উইকেটরক্ষক রিশভ পন্থের প্রথম ওয়ান ডে শতরানের হাত ধরে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। ম্যানচেস্টারে সিরিজ জয় নিশ্চিত করতেই এখন ভারতের সামনে শুধুমাত্র নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। এরপর খুব বেশি ওয়ান ডে ক্রিকেট খেলবে না ভারতের সর্বশক্তির দল। তাই ক্রমতালিকায় এই উন্নতি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেললেও তাতে অনেক নামিদামি তারকা থাকবেন না।
<span;>এইমুহূর্তে নিউজিল্যান্ড ১২৮ পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের থেকে সাত পয়েন্ট এগিয়ে রয়েছে কিউয়িরা। বাটলারদের এই মুহূর্তে পয়েন্ট ১২১। ভারত এই সিরিজ জয়ের পর বর্তমানে ১০৯ রেটিং নিয়ে ওই দুই দলের চেয়ে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। চার নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট এখন ১০৬ যারা ভারতের ইংল্যান্ডে সিরিজ জয়ের কারণে চারে নেমে গিয়েছে।
<span;>ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধাওয়ানের নেতৃত্বে মাঠে নামবে ভারতীয় দল। সেই সিরিজে রোহিত, পন্থ, বুমরার মতো তারকা ক্রিকেটাররা অনুপস্থিত। ভারতীয় দলের তরুণ এবং অনভিজ্ঞ ক্রিকেটারদের সামনে এটি বড় সুযোগ নিজেদের যোগ্যতার প্রমাণ দেওয়ার।