ভারতের হারের জন্য দায়ী করা হল এই তিন জনকে, চতুর্থ টেস্টে বাদ পড়ছে দল থেকে

বাংলা হান্ট ডেস্কঃ লর্ডসে হারের পর তৃতীয় টেস্টে দুর্দান্ত কামব্যাক করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংস থেকেই কার্যত ব্যাটিং ধ্বসের জেরে মারাত্মকভাবে পিছিয়ে পড়েছিল ভারত। একদিকে যেমন প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানেই ধরাশায়ী হয়ে পড়ে তারা, তেমনি সঙ্গ দিতে পারেননি বোলাররাও। নিজেদের প্রথম ইনিংসেই অধিনায়ক রুটের দুরন্ত সেঞ্চুরি দৌলতে ৪৩২ রানের পাহাড় খাড়া করে ইংল্যান্ড। এরপর ৩৫৪ রানের বোঝা ঘাড়ে নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিন কিছুটা কামব্যাক করলেও চতুর্থ দিন ফের একবার ভেঙে পড়ে ভারত। ফলে শেষ পর্যন্ত ৭৬ রান এবং এক ইনিংসে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

লজ্জাজনক হারের পর পরিবর্তন আসতে পারে কি চতুর্থ টেস্টের একাদশে? বেশ কয়েকটি সম্ভাবনা ইতিমধ্যেই সামনে আসছে। আসুন দেখে নেওয়া যাক বদলানো হতে পারে কোন কোন খেলোয়াড়কে।

Ishant Sharma WTC final crictoday

ইশান্ত শর্মাঃ

বল হাতে হেডিংলি টেস্টে একেবারেই সফল নন ভারতীয় এই জোরে বোলার। যদিও লর্ডসে প্রথম ইনিংসে তিনটি এবং দ্বিতীয় ইনিংসে দুটি মিলিয়ে মোট পাঁচটি উইকেট সংগ্রহ করেছিলেন ইশান্ত। কিন্তু হেডিংলিতে ২২ ওভার বল করে একটি উইকেটও শিকার করতে পারেননি তিনি, অথচ খরচ করেছেন প্রায় একশোর কাছাকাছি রান। অন্যদিকে একটু চোটও রয়েছে তার। সে সম্পর্কে কোন তথ্য এখনও বাইরে না এলেও আগামী দিনে ওভালে যে তার বদলে শার্দুল ঠাকুর এগিয়ে থাকবেন এ নিয়ে কোন সন্দেহ নেই।

jadeja pti 1570455350 3

রবীন্দ্র জাদেজাঃ

সিরিজে ব্যাট হাতে একটি অর্ধশতরান থাকলেও বল হাতে একেবারেই সফল নন ভারতের এই বাঁহাতি স্পিনার। তিন ম্যাচে সর্বসাকুল্যে তার ঝুলিতে রয়েছে মাত্র দুটি উইকেট। যদিও ব্যাট হাতে বরাবরই মোটের উপর সফল তিনি। কিন্তু এই দলের একমাত্র স্পিনার হওয়ায় বোলিংয়ে আরও বেশি দায়িত্ব নিতে হত জাদেজাকে। আর সেখানেই কার্যত ব্যর্থ তিনি। সেই কারণেই তার জায়গায় রবীচন্দ্রন অশ্বিনকে দলে ফেরানোর কথা বলছেন অনেকেই। মনে রাখতে হবে রবীচন্দ্রন অশ্বিনের সম্প্রতি একটি সেঞ্চুরিও রয়েছে। অস্ট্রেলিয়াতেও ব্যাট এবং বল ক্ষেত্রে ভালো রকম সফল ছিলেন তিনি।

rahane 647 080317050732

অজিঙ্কা রাহানেঃ

কার্যত রাহানের উপর যতটা নির্ভর করে ভারতীয় দল সেভাবে পারফরম্যান্স উপহার দিতে পারছেন না তিনি। বিশেষত হেডিংলিতে যেভাবে মাত্র ১০ রানে আউট হন তিনি বেশ কিছুটা অন্যমনস্কতার ফল বলেই মনে করেছেন অনেকে। তাই অনেকেই তাঁর জায়গায় সূর্য কুমার যাদবকে দলে আনার কথা বলছেন। যদিও এই পরিবর্তন এখন সম্ভব বলে মনে হয় না। কারণ লর্ডসেই ৬১ রানের ভালো ইনিংস খেলেছিলেন ভারতের এই সহ-অধিনায়ক। এছাড়া অনেকে পান্থের পরিবর্তে ঋদ্ধিমান সাহাকে খেলানোর কথাও তুলে আনছেন ঠিকই, কিন্তু কার্যত কোহলি জানিয়ে দিয়েছেন, আগামী দু ম্যাচেও সুযোগ পাবেন ঋষভই।

 


Abhirup Das

সম্পর্কিত খবর