বড় খবর: সীমান্তে আবার একশন নিতে পারে ভারত, আবারও ভুল পথে চলছে পাকিস্তান

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) সীমান্ত এলাকায় আতঙ্কবাদের ট্রেনিং বিষয়ক একটা বিষয় সামনে এসেছে। এখন LOC তে আতঙ্কবাদীদের (Terorist) ট্রেনিং জোরকদমে শুরু হয়েছে। এইসব সন্ত্রাসবাদী কাজকর্ম সব পাকিস্তানের (Pkistan) মদতে করা হচ্ছে। পাকিস্তানি সেনারা LOC তে লাগাতার তাঁদের ক্যাম্পে সন্ত্রাসবাদীদের ট্রেনিং দিয়ে চলেছে। তাঁদের লক্ষ্য এই আতঙ্কবাদীদের মাধ্যমে ভারতের উপর হামলা চালানো।

pakistan 4

রাজৌরির নৌসেনা সেক্টরের ভবানী পোস্টের এলাকায় পাকিস্তানের সেনাদের লঞ্চিং প্যাডে ২৫ জন আতঙ্কবাদীকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আরও শোনা যাচ্ছে এই আতঙ্কবাদীদের ট্রেনিং খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তাঁদের ট্রেনিং শেষ হয়ে গেলে, তাঁদের ভারতের সীমায় হামলা করার জন্য পাঠানো হবে। ৬ নম্বর লঞ্চিং প্যাডে এই ২৫ সন্ত্রাসবাদীকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এই আতঙ্কবাদীদের ৬ টি গ্রুপে ভারতে প্রবেশ করানোর কথাও শোনা যাচ্ছে। এক একটি গ্রুপে ৪ জন করে আতঙ্কবাদী থাকবে এবং তাঁদের ভারতে প্রবেশ করানোর জন্য পাকিস্তানি সেনারা রাজৌরি অথবা জম্মু (Jammu) বর্ডার ব্যবহারও করতে পারে।

যে প্রস্তুতির সাথে এই আতঙ্কবাদীদের ট্রেনিং দেওয়া হচ্ছে, তাতে করে পরিস্কার যে পাকিস্তানিরা যে কোন মূল্যে এদের ভারতে প্রবেশ করাবেই। এর আগে সীমান্ত এলাকা থেকে ভারতে হামলা করতে আসা তিন পাকিস্তানি সন্ত্রাসবাদীকে হত্যা করে ভারতীয় সেনারা। যাদেরও ট্রেনিং দিয়েছিল আবু হামজা। এই হামজা সব সময় ভারতে সন্ত্রাস সৃষ্টি করার জন্য তৈরি থাকে। আর এনাকে সাহায্য করে পাকিস্তানের সেনারা।

কিছুদিন আগেই ভারতীয় সেনাদের পাল্টা হামলায় পাকিস্তানি সেনারা পুরো গুটিয়ে যায়। যার ফলে কিছুদিন চুপ ছিল পাকিস্তান। কিন্তু তাঁরা আবার উঠেপড়ে লেগেছে হামলা করার জন্য। এর থেকেই প্রামাণিত হয় যে পাকিস্তান বদলানোর নয়। ভারতীয় সেনারাও এবার পুরোপুরি প্রস্তুত পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হামলার জবাব দেওয়ার জন্য।

Smita Hari

সম্পর্কিত খবর