সম্পর্কে চিড়! কোন কোন সামগ্রীর লেনদেন করে ভারত-কানাডা? বাড়তে পারে এই জিনিসগুলির দাম

বাংলা হান্ট ডেস্ক: খলিস্তান জঙ্গি হরদীপ সিং নিজ্জার ঘটনায় ভারতকে দায়ী করে এক কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা (Canada)। অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করে কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত (India)। আগামী পাঁচ দিনের মধ্যে তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। খলিস্তান (Khalistan) সমর্থকদের আশ্রয় দেওয়ার ঘটনায় কানাডা‌ এবং ভারতের মধ্যে টানাপোড়েন নতুন কিছু নয়। তবে এই ঘটনায় উত্তেজনা আরও বাড়ল।

চলতি মাসের দিল্লিতে (Delhi) অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। সেই সময় শিখ বিচ্ছিন্নবাদীদের সুরক্ষা এবং ভারতীয় কূটনীতিবিদের উপর হামলার বিষয়টি উত্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ট্রুডো ফিরে যেতেই অক্টোবরে ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কানাডা। এই নিয়ে কানাডার তরফে কোনও কারণ বলা হয়নি।

ভারত এবং কানাডার সম্পর্ক বেশ পুরোনো। কানাডা এমন একটি দেশ যেখানে ভারতীয় সম্প্রদায়ের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বসবাস করে। ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা কানাডার মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ। সেখানে প্রায় ১৬ লক্ষ মানুষ রয়েছেন, যারা ভারতীয় বংশোদ্ভূত।

২০২২-২৩ সালে ভারত কানাডায় ৪.১০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল। ২০২১-২২ সালে ভারতে ৪.০৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে কানাডা।

ভারত কানাডার কাছে কী কী বিক্রি করে? ভারত কানাডায় ওষুধ, ফার্মা পণ্য, পোশাক, জৈব রাসায়নিক, লোহা, ইস্পাত, গয়না, বিভিন্ন পাথর এবং প্রকৌশলী সরঞ্জাম রপ্তানি (Export) করে।

modi g20

ভারত কানাডার থেকে কী কী ক্রয় করে? ভারত কানাডার থেকে ডাল, লোহার স্ক্র্যাপ, খনিজ, নিউজ প্রিন্ট, কাঠের শয্যা, বিভিন্ন শিল্প রাসায়নিক দ্রব্য আমদানি করে। ফলে বাণিজ্যেিক সম্পর্কে ছেদ পড়লে এই পণ্যগুলির জোগান কমবে। ফলে দাম বাড়তে পারে এই জিনিসগুলির। প্রায় ৬০০ কানাডিয়ান কোম্পানি ভারতে ইতিমধ্যেই কাজ করছে। একই সময়ে অনেক ভারতীয় কোম্পানিও কানাডাতে ব্যবসা করছে। বিশেষ করে আইটি, সফটওয়্যার, ব্যাঙ্কিং সেক্টর এবং প্রাকৃতিক সম্পদের মতো ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলির আধিপত্য রয়েছে।

Monojit

সম্পর্কিত খবর