একী কাণ্ড! নির্বাচনের আগে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল কানাডা, জানলে হবেন অবাক

বাংলাহান্ট ডেস্ক : ট্রুডো জমানায় ভারত-কানাডা (India-Canada) দ্বিপাক্ষিক সম্পর্ক এসে ঠেকছিল তলানিতে। খলিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যা কান্ডের দায় ভারতের উপর চাপিয়ে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্রমশ তিক্ত করে তুলেছেন দুই দেশের সম্পর্ক। দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক গত শুক্রবার আবার বিবৃতি জারি করে জানায়, কানাডার মাটিতে চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদীদের অবাধ স্বাধীনতার ফলেই পরিস্থিতি এই পর্যায়ে এসে পৌঁছেছে।

ভারত-কানাডা (India-Canada) বর্তমান অবস্থা

এই আবহেই আগামী ২৮ এপ্রিল কানাডায় অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। নির্বাচনের আগে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল সেদেশের গোয়েন্দা সংস্থা। কানাডার গোয়েন্দাদের দাবি, সে দেশের সাধারণ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে ভারত। ভারতের পাশাপাশি একাধিক দেশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন গোয়েন্দারা। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কানাডার গোয়েন্দা সংস্থা দাবি করেছে, সে দেশের আসন্ন সাধারণ নির্বাচনে নাক গলাতে পারে ভারত ও চিন।

আরও পড়ুন : সুকান্ত মজুমদার অতীত! বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হচ্ছেন? চূড়ান্ত হয়ে গেল নাম

এমনকি এই একই অভিযোগ আনা হয়েছে রাশিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধেও। ভারত-কানাডার (India-Canada) দ্বিপাক্ষিক সম্পর্ক যখন সাম্প্রতিক অতীতে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, তখন কানাডার (Canada) গোয়েন্দা সংস্থার এহেন মন্তব্য মোটেও হালকা ভাবে নিচ্ছে না দিল্লি (India)। কানাডার নবনিযুক্ত প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী ২৮ এপ্রিল সেদেশে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।

আরও পড়ুন : বড় খবর! সোনা-রুপোর দামে এবার ঘটল পতন, ১০ গ্রাম কিনতে গেলে করতে হবে এত খরচ

আসন্ন সাধারণ নির্বাচনের আগে কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসেসের (CSIS) এমন গুরুতর অভিযোগ অবাক করেছে অনেককেই। এর আগে একাধিকবার ভারত-বিরোধী শক্তি এবং খালিস্তানি সমর্থকদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে কানাডা সরকারের বিরুদ্ধে। পাশাপাশি, খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের যোগসূত্র থাকতে পারে বলেও দাবি করেছিলেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

India-Canada relationship before election.

কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ভেনেসা লয়েড  সোমবার জানিয়েছেন, সাধারণ নির্বাচনে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে ক্রমবর্ধমান ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগানো হচ্ছে। চিন এআই-সক্ষম সরঞ্জাম ব্যবহার করতে পারে কানাডার গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যার মধ্যে এই বর্তমান নির্বাচনও রয়েছে। এরইসাথে ভেনেসা লয়েডের দাবি,  “আমরা আরও দেখেছি যে ভারত সরকারের কানাডিয়ান সম্প্রদায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার ইচ্ছা এবং ক্ষমতা রয়েছে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর