এমনিতেই এই মুহূর্তে দেশজুড়ে করোনা ভাইরাসের কারনে একের পর এক রাজ্য মৃত্যু পুরিতে পরিণত হচ্ছে। তার উপর বিশাখাপত্তনমে গ্যাস লিকের ঘটনা। লকডাউনের মধ্যেই বিশাখাপত্তনমের একটি রাসায়নিক প্লান্টে গ্যাস লিক হয়েছে যার ফলে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বহু মানুষ হাসপাতালে ভর্তি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ। অসুস্থের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গিয়েছে।
দেশজুড়ে যখন করোনা ভাইরাসের কারনে মহামারী সৃষ্টি হয়েছে সেই সময় এমন মর্মান্তিক গ্যাস লিকের ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি গভীর ভাবে চিন্তিত ক্রীড়াজগত। এই ঘটনার পরেই ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সানিয়া মির্জা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইট করে লিখেছেন, “তাদের প্রতি আমার গভীর সমবেদনা যারা এই গ্যাস লিক ঘটনায় নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন। আর যারা হাসপাতালে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।”