সিরিজ জিতেও আইসিসির বড় শাস্তির মুখে ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম চারটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের পকেটে ভরে নিয়েছে ভারতীয় দল। আজ রবিবার সিরিজের চতুর্থ ম্যাচে নামতে চলেছে ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর শেষ দুটি ম্যাচ অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে সুপার ওভারে দুরন্ত জয় তুলে নিয়েছে ভারতীয় দল। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের নির্ধারিত কুড়ি ওভার শেষে মনীশ পান্ডের হাফসেঞ্চুরি দৌলতে 165 রান তোলে ভারতীয় দল, জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও 165 রান করে। এর ফলে ম্যাচ ড্র হয় তাই ম্যাচের ফলাফলের জন্য সুপার ওভারে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড তোলে 13 রান। জবাবে ব্যাট করতে নেমে খুব সহজেই সেই রান অতিক্রম করে যায় রাহুল কোহলি জুটি। কিন্তু এত সুন্দর ক্রিকেট খেলার পরেও ভারতীয় দলকে দিতে হবে জরিমানা।

সিরিজের তৃতীয় ম্যাচে সুপার ওভারে ভারতের জয়ের জন্য শেষ দুই বলে দরকার ছিল দশ রান। সেই সময় রোহিত শর্মা পরপর দুই বলে দুটি বিশাল ছক্কা মেরে ভারতকে অবিশ্বাস‍্য জয় এনে দিয়েছে। সিরিজ জিতে ভারতীয় দল হাসিখুশি মেজাজে রয়েছে সেই সময়ে ভারতীয় দলের চিন্তা বাড়ালো আসিসির শাস্তি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দু’ওভার কম বল করে ভারতীয় দল। এর ফলে স্লো ওভার রেটের জন্য শাস্তির মুখে পড়তে হয়েছে কোহলিদের। শাস্তিস্বরূপ ম্যাচ ফি’র 40 শতাংশ করে কেটে নেয়া হবে কোহলিদের।

dc Cover gbbtnjjn0ofte6e9h3chg4fee4 20180920125931

আইসিসির নিয়মবিধির আর্টিকল 2.22 ভঙ্গ করায় যদি কোনো দল স্লো ওভার করে তাহলে সেই দলের অধিনায়কের ম্যাচ ফি’র 20% করে কেটে নেওয়া হবে প্রত্যেক ওভারের জন্য। ভারত এই ম্যাচে দু’ওভার স্লো করেছে সেই জন্য মোট 40 শতাংশ কাটা যাবে কোহলির।


Udayan Biswas

সম্পর্কিত খবর