টানা দ্বিতীয়বার টেস্ট এবং ওয়ানডে-তে শীর্ষস্থানে থেকেই বছর শেষ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

Published On:

দীর্ঘদিন ধরে ওয়ানডেতে শীর্ষস্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর কিছুদিন আগে টেস্ট ক্রিকেটেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, তারফলে অজি তারকা স্টিভ স্মিথকে সরিয়ে টেস্ট ক্রিকেটেও শীর্ষ স্থান দখল করেছেন বিরাট কোহলি। এই মুহূর্তে টেস্ট এবং ওয়ানডে-তে শীর্ষ স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এর ফলে দুই ফরমেটে অর্থাৎ টেস্ট এবং ওয়ানডে-তে এক নম্বরে থেকে বছর শেষ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এটাই প্রথমবার নয় এর আগেও একবার তিনি দুই ফরমেটে শীর্ষস্থান থেকে বছরের শেষ করেছিলেন। আর এই নিয়ে দ্বিতীয়বার এমনটা হল ভারত অধিনায়ক বিরাট কোহলির সাথে।

টেস্ট ক্রিকেটে 928 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির ঠিক পড়েই রয়েছেন স্টিভ স্মিথ, স্মিথের পয়েন্ট 911। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন তিনি অবশ্য প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা ক্রিকেটারদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন পয়েন্টের নিরিখে। উইলিয়ামসনের পয়েন্ট 864। 791 পয়েন্ট নিয়ে চার নম্বরে বছর শেষ করলেন ভারতীয় ব্যাটসম্যান চেটেশ্বর পূজারা।

অপরদিকে আরেক ভারতীয় ব্যাটসম্যান ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করার জন্য তিনি রয়েছেন ছয় নম্বরে।

X