আমফানে বিধ্বস্ত বাংলার জন্য প্রার্থনা করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

সুপার সাইক্লোন আমফানের ফলে ভারতের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য। পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা থেকেই স্পষ্ট। আমফানের ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের ফলে লন্ডভন্ড হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। বাড়িতে বাড়িতে জল ঢুকে গিয়েছে, বিদ্যুৎ সংযোগ নেই অনেক জায়গায়। ইতিমধ্যে মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়।

এবার বাংলার ক্ষতি দেখে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বাংলার জন্য প্রার্থনা করলেন। তিনি তার নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন যে ‘সাইক্লোন আমফানের এর জন্য বিপুল ক্ষতি হয়েছে বাংলার। এই ঝড়ে বাংলার যে সমস্ত মানুষের ক্ষতি হয়েছে তাদের জন্য সমবেদনা জানিয়েছেন বিরাট কোহলি।’

   

1802706593b9ebcdb2434091fd77ce24318e954712a3db4a41f7c7f33229549d04f6a94aa

বাংলা ছাড়াও টুইট করে বিরাট কোহলি সমবেদনা জানিয়েছে উড়িষ্যা বাসীকেও। তিনি লিখেছেন এই ঝড়ের ফলে বিপুল ক্ষতি হয়েছে বাংলা এবং উড়িষ্যার। এই দুই রাজ্য যাতে দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে সেই জন্য প্রার্থনাও করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর