কাজ করুন বাড়ি বসেই! রোজ হাতে আসবে ২৫০০ টাকা! ‘ওয়ার্ক ফ্রম হোমে’র ব্যবস্থা ভারত সরকারের

   

বাংলাহান্ট ডেস্ক : এবার বাড়ি বসেই মোটা টাকা উপার্জনের সুযোগ দিচ্ছে সরকার। ঘরে থেকেই ভারত (India) সরকার (Central Government) অনুমোদিত Flexibench ওয়েবসাইটে কাজ করে প্রতিদিন ২০০০-২৫০০ টাকা রোজগার করতে পারেন। বিশেষ করে ছাত্রছাত্রী ও হাউস ওয়াইফদের জন্য এই কাজটি বিশেষ ভাবে সুবিধাজনক। নিজেদের সময়মতো কাজ করা যায় এখানে।

অনুবাদক (Translator) হিসেবে আপনি কাজ করতে পারেন Flexibench-এ। ভারতীয় যে ভাষায় আপনি সাবলীল সেই ভাষায় কাজ করতে পারেন আপনি।এখানে কাজ করতে হলে প্রথমে আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে। Google Chrome-এ Flexibench লিখে সার্চ করুন। মূল ওয়েবসাইটে ঢোকার পর নিজের তথ্য, ইমেল ও পাসওয়ার্ড দিয়ে তৈরি করে ফেলুন প্রোফাইল।

আরোও পড়ুন : সুদ সমেত শীঘ্রই সমস্ত বকেয়া মেটানো হবে! DA নিয়ে সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর

প্রোফাইল তৈরি হলে লগইন করুন। তারপর ওয়েবসাইটের All Tasks অপশনে গিয়ে দেখুন বিভিন্ন অনুবাদের কাজগুলো। আপনি যে ভাষায় সাবলীল সেই ভাষা বেছে আবেদন করুন। তারপর একটি অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হবে সংস্থার পক্ষ থেকে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগ করা হবে। কাজ সম্পূর্ণ হলে পেমেন্ট পৌঁছে যাবে আপনার ব্যাংক একাউন্টে।

650c260911a2d9c983da70bb Untitled design 3

এই ওয়েবসাইটে কাজ করার রয়েছে একাধিক সুবিধা। ফ্রি টাইমে আপনারা এখানে কাজ করতে পারেন। নিজের মূল কাজের ক্ষতি না করেই এই কাজ করতে পারেন। ঘরে বসে কাজ করতে হবে এখানে। তাই সমস্যা হবে না যাতায়াতের। এখানে কাজ করতে লাগেনা কোনও আবেদন মূল্য। সম্পূর্ণ বিনামূল্যে কাজ করতে পারেন এখানে। এছাড়াও এটি ভারত সরকারের অনুমোদিত ওয়েবসাইট, তাই ঝুঁকির সম্ভবনা নেই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর