বাংলা হান্ট ডেস্ক: রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (India-Champions Trophy) ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সম্পন্ন হওয়া ওই ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। এর মাধ্যমে সপ্তমবারের মতো আইসিসি টুর্নামেন্ট জিতল টিম ইন্ডিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফি (India-Champions Trophy) জিতল ভারত:
রবিবার দুবাইয়ে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সম্পন্ন হওয়া ফাইনাল ম্যাচে (India-Champions Trophy) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে নিউজিল্যান্ড। এমতাবস্থায়, ২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে রোহিত শর্মা ও শুভমান গিল ভারতীয় দলের (India-Champions Trophy) জন্য ভালো সূচনা করেন। প্রথম উইকেটে দু’জনের ১০৫ রানের জুটি গড়ে ওঠে। তারপরেই ৫০ বলে ৩১ রান করে আউট হন গিল।
2024 2025
CHAMPIONS! #TeamIndia pic.twitter.com/HPaXTY4Nnk
— BCCI (@BCCI) March 9, 2025
কয়েক বল পরেই বলে মাত্র ১ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বিরাট কোহলি। তারপরে ৮৩ বলে ৭৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। এদিকে, শ্রেয়স আইয়ার ৬২ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। তিনি অক্ষরের সাথে ৬১ রানের জুটি গড়েন। কিন্তু ৩৯ তম ওভারে স্যান্টনারের শিকার হন তিনি।
আরও পড়ুন: IPL-এ ফের উঠবে ঝড়! সবাইকে অবাক করে বড় চমক সামনে আনল KKR
পাশাপাশি, ৪০ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন অক্ষর। এদিকে, ১৮ বলে ১৮ রান করে আউট হন হার্দিক পাণ্ডিয়া। কাইল জেমিসনের বলে আউট হন তিনি। এছাড়াও, রাহুল ৩৩ বলে ৩৪ রান ওরে অপরাজিতা থাকেন এবং জাদেজা ৬ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: “সৌগত রায় আসলে….”, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিতের ইনিংসে মুগ্ধ অরূপ, ফেসবুকে লিখলেন…..
এদিকে, নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন ড্যারিল মিচেল। এছাড়া রাচিন ৩৭ ও ব্রেসওয়েল ৪১ রান করেন। ভারতীয় দলের হয়ে ২ টি উইকেট নেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। পাশাপাশি, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি একটি করে উইকেট নেন।