ভারতের সাথে হচ্ছেটা কী! এবার সেনার কাজেও নজরদারি করছে চিন? সন্দেহ হতেই অ্যাকশন শুরু

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনীর জন্য নির্মিত ড্রোনে চিনা যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগ ওঠে একটি দেশীয় ড্রোন নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরই ভারতের (India-China) প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা হয় নিষেধাজ্ঞা। এবার সাইবার হানা রুখতে প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনার জন্য নির্মিত ড্রোনে চিনা যন্ত্রাংশ ব্যবহার রুখতে তৈরি করতে চলেছে নির্দিষ্ট রূপরেখা।

ভারতের (India-China) সেনার ড্রোনে চিনা যন্ত্রাংশ বসিয়ে নজরদারি

সূত্রের খবর, ভারতীয় সেনার (Indian Army) জন্য নির্মিত ড্রোনে চিনা যন্ত্রাংশের ব্যবহার রুখতে ইতিমধ্যেই বিশেষজ্ঞ কমিটি দ্বারা তৈরি করা হয়েছে একটি রিপোর্ট। ভারতীয় সেনাবাহিনীর ড্রোনে (Drone) চিনা যন্ত্রাংশ ব্যবহারের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও, ‘আর্মি ডিজ়াইন ব্যুরো’র প্রধান মেজর জেনারেল সিএস মান বলেছেন, বর্তমানে ভারতে (India) ৮৪০ টি সংস্থা ড্রোন নির্মাণ করে থাকে।

আরও পড়ুন : ‘ছুটির মুডে’ পূর্ব রেল! হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল অজস্র ট্রেন, ভোগান্তি এড়াতে লিস্টটা দেখুন

এই সংস্থাগুলি মূলত বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে অ্যাসেম্বলিংয়ের মাধ্যমে ড্রোন নির্মাণ করে থাকে। বিশেষজ্ঞদের মত, প্রতিরক্ষা ক্ষেত্রে এই ধরনের বিদেশী যন্ত্রাংশ ব্যবহার করে নির্মিত ড্রোন অত্যন্ত বিপজ্জনক। এর আগে চিনা সংস্থার নির্মিত ড্রোন যন্ত্রাংশে ‘সাইবার ভালনারেবিলিটিস’র অভিযোগ ওঠে মার্কিন মুলুকেও। বেশ কয়েক বছর আগে মার্কিন সেনাবাহিনীর ব্যবহৃত ড্রোনে চিনা যন্ত্রাংশ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। 

India-China army related issue

নির্দেশিকা জারি করে মার্কিন প্রশাসন জানায়, সম্পূর্ণভাবে উড়িয়ে দিতে হবে চিনা ড্রোন-যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থা এসজেড ডিজেআই টেকনোলজি-র অ্যাপ্লিকেশন। এমনকি ড্রোন থেকে খুলে ফেলতে হবে ব্যাটারি ও স্টোরেজ মিডিয়া। এবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রকও ভারতীয় সেনার ব্যবহৃত ড্রোনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে চলেছে চিনা যন্ত্রাংশ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিশেষজ্ঞ কমিটি দ্বারা তৈরি রিপোর্ট খুব শীঘ্রই বাস্তবায়িত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর