বাংলা হান্ট ডেস্কঃ লাদাখ সীমান্ত বিবাদ থেকে শুরু এরপর ভারত ও চীনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। গত রাতে চীন রেড লাইন অতিক্রম করে ভারতের সেনার উপর আক্রমণ করেছিল। লাদাখের গালওয়ান ঘাঁটিতে দুই সেনার পিছু হটার প্রক্রিয়ার সময় দুই তরফের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষে ভারতীয় সেনার এক আধিকারিক আর দুই জওয়ান শহীদ হন। এরপরই ভারতীয় সেনা সক্রিয় হয়ে পড়ে এবং চীনকে ঘাতক জবাব দেয়।
ফলস্বরুপ চীনের ৫ জন সেনা মারা পড়ে এবং প্রায় ১১ জন চাইনিজ সৈনিক আহত হয়। চীনের ১১ জন চাইনিজ সৈনিক গুরুতর আহত অবস্থায় রয়েছে বলে জানা যাচ্ছে। বলা হচ্ছে চীনের সৈনিকদের মৃত্যুর সংখ্যা ৫ এর বেশি হতে পারে।
ভারতীয় সেনা চীনের সেনাদের উপর ঘাতক হামলা করার পর চাইনিজ সৈনিকরা পলায়ন করে। ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যে একজন কর্নেল সহ ৩ জন ভারতীয় সৈনিক শহীদ হয়েছেন।
তবে চীনের সরকারের তরফ থেকে স্পষ্ট কোনো বার্তা আসেনি। তবে চীনের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে চীনের ৫ জন সৈনিক আপাতত মারা পড়েছে এবং ১১ জন আহত হয়েছে। চাইনিজ মিডিয়া গ্লোবাল টাইমস দাবি করেছে, গলবান ঘাঁটিতে ভারতীয় সেনার আক্রমণে ৫ জন চাইনিজ সৈনিক মারা পড়েছে।