ভারতের ১০০ টাকা চিনে কত হয়ে যায় জানেন? হিসেবটা দেখলে চোখ কপালে উঠবে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতি থেকে শুরু করে প্রযুক্তি, সবকিছুতেই তড়িতড়িয়ে এগোচ্ছে চিন। এমনকি পাশ্চাত্যের দেশগুলোকেও চিনের সঙ্গে এঁটে উঠতে গিয়ে রীতিমত নাজেহাল হতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত তো চিনের (India-China) নিরিখে বেশ খানিকটা পিছনের সারিতে রয়েছে।

ভারত আর চিনের (India-China) মুদ্রার দর

বর্তমানে ভারতের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলেও আজও কিন্তু চিনের মুদ্রার (China Currency) মূল্যের নিরিখে ভারতীয় মুদ্রার (Indian Currency) অবস্থা বেশ শোচনীয়। কিন্তু জানেন কি এই চিন দেশের মুদ্রা আর ভারতের মুদ্রার মধ্যে আসল তফাৎটা ঠিক কতখানি? শুধু তাই নয়, আজকের দিনে চিনের মুদ্রার গুরুত্বইবা কতটুকু? আসুন জেনে নেওয়া যাক এই প্রশ্নের অবাক করা উত্তরটি।

আরোও পড়ুন : মানা হল না দর্শকদের কথা, TRP টানতে ফের ট্র্যাক বদল গল্পের! উঠল সিরিয়াল শেষের দাবি

‘ইউয়ান’ (Chinese Yuan) অর্থাৎ চিনের মুদ্রা অর্থ মূল্যের দিক থেকে ইন্ডিয়ান রুপির তুলনায় অনেকটাই এগিয়ে। বর্তমানে ইউয়ানের মূল্য ভারতের চেয়ে প্রায় ১২ গুণ বেশি। অর্থাৎ হিসেব করলে দেখা যাবে যে, ১ ভারতীয় টাকার সমান ০.০৮৪ চিনা ইউয়ান। অন্যভাবে হিসেব করলে বলা যায় যে, ১ চিনা ইউয়ান ভারতে আনলে ইন্ডিয়ান রুপির নিরিখে তার দাম হবে ১১.৯৪ টাকার সমান।

আরোও পড়ুন : প্রেম দিবসে “লাগামহীন” রোম্যান্স! TRP ধরতে সমস্ত আগল ভাঙল জলসার মেগা

এককথায় বলা যায় যে, ১০০ ভারতীয় টাকার দাম চিনে মাত্র ৮.৩৮ টাকার সমান। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, চিনা ইউয়ান দীর্ঘদিন ধরেই মুদ্রা মানচিত্রে বেশ স্থিতিশীল অবস্থা বজায় রেখেছে। আর ঠিক সেই কারণেই বিশ্ব বাজারে চিনা মুদ্রার মূল্য ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, চিনের অর্থনীতি কিন্তু বেশ শক্তিশালীই রয়েছে।

India-China Currency calculation details

প্রসঙ্গত উল্লেখ্য, সুদের হার, মুদ্রাস্ফীতি, বাজারের চাহিদা এবং বাণিজ্যের ভারসাম্যের উপর নির্ভর করেই একটি দেশের মুদ্রার মূল্য উল্লেখযোগ্য ওঠানামা করে। এই সূচকগুলোর পেছনে প্রধান বিষয়টি হল দেশটির সঞ্চিত সম্পদের পরিমাণ এবং রাজনৈতিক পরিস্থিতি। এভাবে সার্বিক অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সঙ্গে কখনও মুদ্রা দরের পতন ঘটে কখনও বা তা বেড়ে যায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X