বাংলা হান্ট ডেস্ক: এবারে একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে, এবার ভারতের বিরুদ্ধে গভীর পদক্ষেপ নিচ্ছে চিন (India-China)। শুধু তাই নয়, চিনের পরিকল্পনা সফল হলে ভারতকে একই সঙ্গে তিনটি ক্ষেত্রে সঙ্কটের মুখে পড়তে হবে। জানা গিয়েছে, চিনের গোয়েন্দা নেটওয়ার্ক মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি (MSS) এবং পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI) ওই অঞ্চলে নিরাপত্তা ভারসাম্য পরিবর্তন করছে। এদিকে, চিন-পাকিস্তানের এই জোট এখন কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে, চিন তার প্রভাব বাড়াতে পাকিস্তানের সহায়তায় বাংলাদেশে প্রভাব বিস্তার করছে। তাই, ভারতের বিরুদ্ধে বিপজ্জনক জুটি হয়ে উঠছে চিন, পাকিস্তান ও বাংলাদেশ।
ভারতের বিরুদ্ধে কী পরিকল্পনা করছে চিন (India-China):
বাংলাদেশের দেখভাল করছে চিন: জানিয়ে রাখি যে, ভারতের সীমান্ত চিন (India-China), পাকিস্তান ও বাংলাদেশের সাথে স্থলপথে সংযুক্ত। এমতাবস্থায়, সীমান্তে সামান্য উত্তেজনা হলেও একইসাথে তিন দিক থেকে বিপাকে পড়তে হবে ভারতকে। শুধু তাই নয়, বর্তমানে চিন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে মায়ানমার সীমান্তেও ভারতের জন্য সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও, মলদ্বীপের সহায়তায় দক্ষিণে ভারত মহাসাগরে ভারতের চিন্তা বাড়াতে পারে বেজিং। এদিকে, শুধু ভারতের জন্য নয়, আমেরিকার জন্যও এগুলি সহ্য করা কঠিন হতে পারে।
চিনা কমিউনিস্ট পার্টি বিপদ হয়ে দাঁড়াচ্ছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, মার্কিন আধিকারিকরাও চিনা কমিউনিস্ট পার্টিকে বিশ্বব্যাপী ভূরাজনীতিতে সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করেন। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই সমস্ত কার্যকলাপের মাত্রা বিবেচনা করে, এই উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতকে যথেষ্ট সতর্ক এবং সক্রিয় থাকতে হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এইসব হুমকি শুধু স্থল সীমান্তেই দৃশ্যমান নয়, পাশাপাশি, সমুদ্রেও তাদের গতিবিধি দেখা যাচ্ছে। বর্তমানে, ভারতে (India-China) মাদক চোরাচালানের সবচেয়ে বড় উৎস পাকিস্তান। এছাড়া পাকিস্তানে অবৈধ অস্ত্র সরবরাহেরও চেষ্টা চলছে।
আরও পড়ুন: একী কাণ্ড! জয়শঙ্করের বক্তব্যের জেরেই হবে ভারত-পাকিস্তান যুদ্ধ? ইসলামাবাদে শুরু হইচই
বাংলাদেশের জন্য লঞ্চিং প্যাডে পরিণত হয়েছে পাকিস্তান: জানিয়ে রাখি যে, চিন (India-China) বর্তমানে পাকিস্তানকে বাংলাদেশের জন্য লঞ্চিং প্যাড বানিয়েছে। আসলে, চিন এটা জানে যে, বাংলাদেশে সরাসরি হস্তক্ষেপ করলে বিরোধিতা হবে যার সুযোগ নেবে ভারত।
আরও পড়ুন: রোহিতের অধিনাকত্ব নয়! দ্রাবিড়ের একটি “গোপন” মাস্টারস্ট্রোকেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত
এমন পরিস্থিতিতে তারা পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশকে সাহায্য করার চেষ্টা করছে। পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। এর পেছনেও চিনের কৌশল কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। মূলত, বাংলাদেশকে প্রভাবিত করে ভারতকে (India-China) ঘেরাও করার চেষ্টা করছে চিন।