বাংলাহান্ট ডেস্ক : মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে চিনকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় ঐক্যের সুর। সম্প্রতি লেক্স ফ্রিডম্যানের সাথে আলাপচারিতায় ভারত-চিন (India-China) দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বলতে গিয়ে মোদি বলেন, দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে মতানৈক্য থাকবে স্বাভাবিক, তবে তা যেন বিবাদে পরিণত না হয়।
ভারত-চিন (India-China) সম্পর্ক ও মোদির প্রশংসা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) এহেন ভাবনাকে যে চিন বেশ ইতিবাচক হিসাবে গ্রহণ করেছে তার প্রমাণ মিলল সম্প্রতি। চিনের (China) প্রেসিডেন্ট শি জিংপিংয়ের (Xi Jinping) বিদেশ মন্ত্রকের তরফে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ভাবনাকে সাধুবাদ জানানো হয়েছে। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং সোমবার জানান, এই একই লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে চলেছে চিনও।
আরও পড়ুন : রাম মন্দির থেকে গত ৫ বছরে ট্যাক্স বাবদ কত টাকা পেল সরকার? জানলে হবেন “থ”
চিনা সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইম্স’র প্রতিবেদন অনুযায়ী, মাও নিং বলেছেন, মোদি ও জ়িনপিংয়ের মধ্যে রাশিয়ার কাজ়ানে গত অক্টোবর মাসে অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক হয়। সেই বৈঠকে ভারত-চিন সম্পর্ক উন্নয়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি, মোদি ও জ়িনপিংয়ের ঐক্যমত বাস্তবায়নের ক্ষেত্রে দিল্লি ও বেজিং গত কয়েক মাস ধরে একযোগে কাজ করে চলেছে।
আরও পড়ুন : গরমের দিনে ইলেকট্রিক স্কুটিতে চড়ার আগে হয়ে যান সতর্ক! এই ভুলগুলি করলেই পড়বেন বিপদে
উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল মাস থেকে চিনা সেনার বিরুদ্ধে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) অতিক্রম করে ওঠে অনুপ্রবেশের অভিযোগ। টানটান পরিস্থিতিতে সে বছরই গালওয়ানে লাল ফৌজের হামলায় প্রাণ যায় ২০ জন ভারতীয় সেনার (Indian Army)। একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সেনার পাল্টা হামলায় মৃত্যু হয়েছিল বেশকিছু চিনা সেনারও।
তখন থেকেই নয়া টানাপোড়েন শুরু হয় ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে। তবে গত বছর অক্টোবর মাসে রাশিয়ার কাজ়ানে ব্রিক্স সম্মেলনে মুখোমুখি হন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিক্স সম্মেলনের ফাঁকে পার্শ্ব বৈঠকেও বসেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। তারপর থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করে ভারত-চিন (India-China) দ্বিপাক্ষিক সম্পর্ক।