বাংলাহান্ট ডেস্কঃ ইজরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে সীমান্ত সংক্রান্ত বিবাদ যুদ্ধের আকার নিয়েছে। দুই পক্ষই একে অপরের উপর একের পর এক রকেট হামলা করে নিজেদের শক্তি প্রদর্শন করছে। আর এর মধ্যে রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের পাশে দাঁড়িয়ে প্যালেস্তান থেকে ইজরায়েলের উদ্দেশে রকেট হামলার নিন্দা করেছে ভারত।
ইজরায়েল আর প্যালেস্তাইনের উগ্রবাদীদের মধ্যে চলা লড়াই নিয়ে রাষ্ট্রসঙ্ঘে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠক বসল। এই বৈঠকে রাষ্ট্রসঙ্ঘের ১৫ সদস্যের নিরাপত্ত কাউন্সিল অংশ নিয়েছিল। এই বৈঠকের বিষয়ে রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি একটি টুইট করেছেন। তিনি সেই টুইটে লিখেছেন, ‘ইজরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে আমি সব ধরণের হিংসার নিন্দা করেছি। বিশেষ করে গাজা থেকে ইজরায়েল উদ্দেশ্য করে রকেট হামলার নিন্দা করেছি।”
In today’s #UNSC meeting on events in East #Jerusalem & elsewhere, I mentioned:
➡️ Condemn all acts of violence, especially rocket attacks from #Gaza
➡️ Mourn tragic demise of Indian national in #Israel
➡️ Immediate de-escalation need of hour
➡️ Refrain from changing status-quo pic.twitter.com/n58LpezlJe— Amb T S Tirumurti (@ambtstirumurti) May 12, 2021
তিনি আরও জানান, ‘ইজরায়েলে রকেট হামলায় মৃত ভারতীয় নাগরিকের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়েছে। এখন দুই পক্ষকেই শান্ত হতে হবে।”