চীন- আফ্রিকার সংঘর্ষে লাভবান হতে পারে ভারত, এস জয়শঙ্কর করছেন তারই প্রস্তুতি

বাংলাহান্ট ডেস্কঃ আফ্রিকাবাসী (Africa) এবার চীনের (China) বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে। কিছুদিন আগেই শোনা গেছিল চীনে বসবাসকারী আফ্রিকাবাসীকে মারধর করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে করোনা ভাইরাস (COVID-19) ছড়ানোর অভিযোগ করা হয়েছিল। এরপর থেকে কেনিয়া, গিনি চীনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে ওঠে।

chinannnnnnnnn

চীন এবং আফ্রিকার এই সংঘর্ষের মধ্যে ভারত আফ্রিকাবাসীর মধ্যে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jayashankar) সম্প্রতি একটা গোটা দিন আফ্রিকার বিভিন্ন নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন। এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক ট্যুইট করে জানান, ‘আমি বুর্কিনা ফাসো, কমরোস, উগান্ডা এবং মালির বিদেশ মন্ত্রীদের সঙ্গে কথা বার্তা বলেছি। এইসময় আমাদের মধ্যেকার যোগাযোগ দৃঢ় রয়েছে’।

এর আগে ২৪ শে এপ্রিল নাইজার এবং নাইজেরিয়ার বিদেশমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বার্তা বলেন এস জয়শঙ্কর। আবার গত ২১ শে এপ্রিল কেনিয়ার বিদেশমন্ত্রীর সাথেও তাঁর ফোনে কথা হয়। চীনের সঙ্গে আফ্রিকার খারাপ সম্পর্কের মধ্যে ভারত চাইছে আফ্রিকায় নিজেদের আধিপত্য বিস্তার করতে। এবং চীনের প্রভাব কম করতে চেষ্টা করছে। প্রথমে BRI এবং বর্তমানে করোনা ভাইরাসের কারণে আফ্রিকাবাসী প্রথম থেকেই চীনের উপর ক্ষিপ্ত রয়েছে। কিন্তু বর্তমানে চীনে অবস্থিত আফ্রিকাবাসীর উপর অত্যাচারের ঘটনায়, এই ক্ষিপ্ত মনোভাব আরও বেড়ে যায়।

রিপোর্ট অনুসারে, আফ্রিকার দেশ তানজানিয়ার রাষ্ট্রপতি চীনের সঙ্গে মিলিতভাবে স্থির করা ১০ বিলিয়ন ডলারের একটি প্রোজেক্ট বাতিল করে দেয়। এবং তিনি জানান, ‘এই প্রোজেক্টের বিষয় এতোটাই খারাপ ছিল যে, কোন পাগল ব্যক্তি শুধু এই শর্ত মানতে পারবে’। এতে চীনের BRI প্রোজেক্ট বড় সমস্যার সম্মুখীন হতে পারে।

modi 68

এছাড়াও আফ্রিকার দেশ গিনিতে সরকার সেখানে অবস্থিত কিছু চীনা নাগরিকে বন্দি করে নেয়। আফ্রিকার নাগরিকদের অত্যাচার করার খবর পেয়ে তারা এই কাজ করে। এই সময় কেনিয়ার এক ব্যক্তি স্যোশাল মিডিয়ায় কেনিয়ায় চীনের অধিবাসীদের পাথর মারার কথা বলেন। কারণ তিনি মনে করেন, কেনিয়ায় বসবাসকারী চীনা নাগরিক করোনা ভাইরাস ছড়াচ্ছে। চীন- আফ্রিকার এই সংঘর্ষের মধ্যে ভারত আফ্রিকার আরও কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।


Smita Hari

সম্পর্কিত খবর