প্রতিরক্ষা খাতে ইতিহাস! ১৩০০০ কোটি টাকার অস্ত্র রপ্তানি ভারতের, ‘আত্মনির্ভরতা’-র পথে দেশ

বাংলা হান্ট ডেস্কঃ বিগত দুই বছর ধরে করোনা (Coronavirus) মহামারীর কারণে ক্ষতির মুখে পড়েছে দেশের অর্থনৈতিক অবস্থা। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে মুদ্রাস্ফীতির কারণে প্রয়োজনীয় জিনিসপত্রের দামও ক্রমশ বেড়ে চলেছে। তবে এর মাঝেই সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার আহ্বান জানান সমগ্র দেশবাসীর কাছে আর তাঁর সেই ডাকে সাড়া দিয়ে আমাদের দেশ যে বেশ কয়েক ধাপ অগ্রসর হয়েছে, সম্প্রতি তারই এক প্রকৃষ্ট উদাহরণ মিললো।

উল্লেখ্য, প্রতিরক্ষা বিষয়ে বিগত বেশ কয়েক বছরে বিশেষ উন্নতি করেছে ভারত। দেশীয় প্রযুক্তিতে অস্ত্র নির্মাণ থেকে শুরু করে রপ্তানির ক্ষেত্রে আধিপত্য বিস্তার করে চলেছে তারা। বর্তমানে আত্মনির্ভর ভারতের লক্ষ্য নিয়েই দেশীয় প্রযুক্তিতে উন্নয়ন সাধন আমাদের মূলমন্ত্র হয়ে দাঁড়িয়েছে। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে, এই বছর প্রতিরক্ষা রপ্তানির দিক থেকে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। এক্ষেত্রে রপ্তানিতে আমাদের দেশ ১৩ হাজার কোটি টাকার অঙ্ক ছুঁয়েছে, যা বিগত বেশ কয়েক বছরে রেকর্ড। গত বছরের তুলনায় রপ্তানির দিক থেকে ৫৪.১ শতাংশ বৃদ্ধি ঘটিয়েছে ভারত।

তবে এই প্রসঙ্গে আরো একটি দিক সামনে উঠে এসেছে। প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রে সরকারির থেকেও বেসরকারি খাতে রপ্তানির পরিমাণ বেশি হয়েছে বলে খবর। পরিসংখ্যান অনুযায়ী, সরকারি কোম্পানিগুলি যেখানে ৩০% অস্ত্র সরবরাহ করতে পেরেছে, সেখানে ৭০ শতাংশ রপ্তানি হয়েছে বেসরকারি কোম্পানিগুলির মাধ্যমে। এক্ষেত্রে প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা এবং ফিলিপাইনের মতো দেশগুলোতে বেশি পরিমাণ রপ্তানি করা গিয়েছে বলে খবর।

বলে রাখা ভালো, ২০১৯-২০ সালে রপ্তানির অঙ্ক ছিল ৯১১৫ কোটি টাকা এবং গত বছর সেই পরিমাণ দাঁড়ায় ৮৪৩৪ কোটি। এক্ষেত্রে করোনার কারণে রপ্তানির পরিমাণ কিছুটা হ্রাস পায় বলে মত বিশেষজ্ঞদের। তবে এ বছর পুনরায় একবার তা চাঙ্গা হয়ে উঠেছে। উল্লেখ্য, ২০১৫-১৬ তে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে ছিল ভারত। সেই সময় মাত্র ২০০০ কোটির আশেপাশে রপ্তানি করা সম্ভব হতো বলে জানা গিয়েছে। তবে এই বছর সকল রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

bloombergquint 2020 08 92e6ae66 d3f7 4ae3 92f6 861cdc3bc2ce Akash surface to air missiles are displayed at the Defence Research and Development Organisation DR

ইতিমধ্যেই ফিলিপাইন দেশের সঙ্গে প্রায় ২৭৭০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। তাদের ব্রহ্মস সুপারসনিক মিসাইল সরবরাহ করা হবে। এক্ষেত্রে বেসরকারি কোম্পানিগুলির অভূতপূর্ব পারফরম্যান্সের জন্য তাদেরকে সম্মান প্রদান করা হবে বলে খবর সামনে উঠে এসেছে।


Sayan Das

সম্পর্কিত খবর