প্রকাশিত হল ভারত-শ্রীলঙ্কা সিরিজের সূচী, এই দিন গুলিতে হবে সমস্ত ম্যাচ

বাংলা হান্ট ডেস্কঃ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর রবিবারই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। সেখানে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরার মত ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরে যাবেন না। অর্থাৎ শ্রীলঙ্কা সফরে যে তরুণ খেলোয়ার দের প্রতিভা দেখানোর সুযোগ দেওয়া হবে সেটি জানিয়ে দিলেন সৌরভ।

এই শ্রীলঙ্কা সফরে সুযোগ দেওয়া হতে পারে ইংল্যান্ড সফর থেকে বাদ পড়া পৃথ্বী শ, জয়দেব উনাদকট, রহুল চাহারের মত তরুণ ক্রিকেটারদের। শ্রীলঙ্কা সফরে গিয়ে ভারতীয় দল তিনটি একদিনের এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বলে জানানো হয়েছে। আগামী 13 ই জুলাই ভারত ও শ্রীলংকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে, পরবর্তী দুটি ম্যাচ হবে 16 এবং 19 শে জুলাই। এবং টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে 22 থেকে 27 শে জুলাইয়ের মধ্যে।

973287 sl vs ind

এক নজরে দেখে নেওয়া যাক ভারত ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ সূচী:
প্রথম ওয়ানডে: 13 ই জুলাই
দ্বিতীয় ওয়ানডে: 16 ই জুলাই
তৃতীয় ওয়ানডে: 19 শে জুলাই

এক নজরে দেখে নেওয়া যাক ভারত ও শ্রীলঙ্কার টিটোয়েন্টি সিরিজ সূচী:
প্রথম টি-টোয়েন্টি: 22 শে জুলাই
দ্বিতীয় টি-টোয়েন্টি: 24 শে জুলাই
তৃতীয় টি-টোয়েন্টি: 27 শে জুলাই


Udayan Biswas

সম্পর্কিত খবর