বিদেশে ভারতের বিরুদ্ধে চালায় জেহাদ! হাফিজ সইদের ছেলেকে ‘জঙ্গি’ ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

বাংলা হান্ট ডেস্কঃ  সম্প্রতি, 26/11 মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সইদের 31 বছরের কারাদণ্ড ঘোষণা করে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক হাফিজ সইদের ছেলে হাফিজ তালহা সইদকে UAPA আইন, 1967-এর অধীনে ‘জঙ্গি’ ঘোষণা করল। এ সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করেছে মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে যে, তালহা সইদ লস্কর-ই-তৈয়বার মৌলবী শাখার প্রধান মাথা। এছাড়াও হাফিজ সইদের পুত্র লস্কর অন্তর্গত সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত। মন্ত্রক বলেছে যে, সে পশ্চিমা দেশ এবং আফগানিস্তানে ভারতের বিরুদ্ধে জিহাদ ছড়ানোর সাথে জড়িত আছে।

জানা যাচ্ছে, 46 বছর বয়সী হাফিজ তালহা সইদ ভারত ও আফগানিস্তানে ভারতীয় স্বার্থকে নিশানা করে লস্কর-ই-তৈয়বার ভিতর লোক নিয়োগ, তহবিল সংগ্রহ এবং হামলা চালানোর পরিকল্পনা ও কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিলো। এতে আরও বলা হয়েছে যে, সে নিয়মিত পাকিস্তানের বিভিন্ন লস্কর-ই-তৈয়বার ঘাঁটি ঘুরে দেখত। এছাড়াও তার বিরুদ্ধে ইজরায়েল, আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে জিহাদ চালানোর জন্য বিবৃতি জারি করারও অভিযোগ রয়েছে।

   

jpg 20220409 114425 0000

মন্ত্রকের মতে, “কেন্দ্রীয় সরকার মনে করে যে হাফিজ তালহা সইদ সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন 1967 এর অধীনে তাকে সন্ত্রাসবাদী ঘোষণা করা উচিত।” লস্কর-ই-তৈয়বা 26/11 হামলা ছাড়াও ভারতে বহু মারাত্মক হামলার জন্য দায়ী, যেখানে অসংখ্য সেনা জওয়ান ও সাধারণ মানুষের মৃত্যু ঘটে।

তালহার পিতা হাফিজ সইদ 2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার মাস্টার মাইন্ড। এই ভয়ঙ্কর হামলায় বহু মানুষ নিহত হয়। সেই মামলায় সম্প্রতি হাফিজ সইদের 31 বছরের কারাদণ্ড ঘোষণা করে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। সন্ত্রাসবাদী কার্যকলাপ এর দুটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া হাফিজ সইদ এর আগেও 2020 সালে সন্ত্রাসবাদের একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়। সেই বার 15 বছরের জেলের সাজা দেওয়া হয় এই জঙ্গী নেতাকে। তবে আদালতের সাজার পরেও পাকিস্তানে উন্মুক্তভাবে নিজের ঘোরাফেরা চালায় জঙ্গিগোষ্ঠী জামাত-উদ-দাওয়া এর প্রধান হাফিজ সইদ।

একাধিক জনসভা থেকে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দিতেও শোনা যায় তাকে। বর্তমানে পাক সরকারের দাবি অনুযায়ী, পাকিস্তানের স্থানীয় একটি জেলে হাফিজ রয়েছে। কিন্তু আবার দেশের একাধিক সংবাদ মাধ্যমের মতে, কিছু মাস পূর্বে হাফিজের বাড়ির সামনে একটি বিস্ফোরণ ঘটে আর সেই সময় সে তার বাড়িতেই উপস্থিত ছিল।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর