সেমিফাইনালে ভারত! স্মৃতির ব্যাটে ভর করে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সম্পন্ন হলো আইরিশ বধ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women’s T20 Word Cup) নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে (Team India)। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেরকম ভুল হলো না। দক্ষিণ আফ্রিকার সেন্ট জর্জস পার্কের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়াথ-লুইস নিয়মে ৫ উইকেটে জয় পেলেন হরমনপ্রীতরা। গ্রুপ পর্বের ৪ ম্যাচের মধ্যে তিনটিই জিতে সম্ভাব্য দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলো ভারতীয় দল।

গতকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে ইংল্যান্ড মহিলা দল মুখোমুখি হবে পাকিস্তান মহিলা দলের। সেই ম্যাচে পাকিস্তান বড় ব্যবধানে জিতলে তবেই ভারতের সামনে সুযোগ থাকতো গ্রুপ শীর্ষে নিজেদের অবস্থান নিশ্চিত করার। কিন্তু ইংল্যান্ড পাকিস্তানের চেয়ে অনেক ভালো ফর্মে রয়েছে আর তারা মুখোমুখি সাক্ষাতে ভারতীয় দলকে হারিয়েওছে। তাই সেমিফাইনালে ভারতীয় দলের অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া নিশ্চিত।

আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেন ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। দুই দিন আগেই তাকে আসন্ন মহিলা আইপিএলে আরসিবি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। এহেন স্মৃতি আজ ব্যাট হাতে ৫৬ বলে ৮৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। অপর দিক থেকে তিনি যোগ্য সহায়তা পাননি ঠিকই। কিন্তু ২০ ওভারে ভারতীয় দলকে দেড়শোর গন্ডি টপকে দিতে সাহায্য করেছেন।

smriti wc

আয়ারল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ১৫৬ রানের। কিন্তু ৫০ বল খেলে ২ উইকেট হারিয়ে ৫৪ রান করার পর বৃষ্টি ম্যাচে বিভিন্ন ঘটায় এবং দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর দেখা যায় যে ভারত ডিএলএস নিয়মে ৫ রানে এগিয়ে আছে। তাই ভারতীয় দলকে এই ম্যাচের বিজয়ী ঘোষণা করা হয়। অধিনায়ক হরমনপ্রীত আজও বড় রান না পেলেও চতুর্থ মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রানের গণ্ডি স্পর্শ করেছেন।

ভারতীয় দল সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে এবং ২০২০ সালের বদলা নেওয়ার চেষ্টা করবে এমনটা আশা করা যায়। সেবার অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল অসহায় আত্মসমর্পণ করেছিল আয়োজকদের সামনে। চলতি বিশ্বকাপে তারা এখনো অবধি একটি ম্যাচও হারেনি। তাই মেগ ল্যানিংদের বিরুদ্ধে ভারতের লড়াইটা একেবারেই সহজ হবে না।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর