বোলিংয়ে ভুবিদের দাপট, কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে সহজ জয়ের পরেও চিন্তা কাটলো না ভারতের

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই নেদারল্যান্ডসের বিরুদ্ধে আজ সহজ জয় পেলো ভারতীয় সহ। কিন্তু কিছু জায়গা নিয়ে চিন্তা থেকে গেলেও আজকের ম্যাচে ভারতীয় দলের জন্য ইতিবাচক দিক প্রচুর। ভুবনেশ্বর কুমার এবং ভারতীয় দুই স্পিনারের অসাধারণ বোলিং সহ টপ অর্ডারের ব্যাটারদের দুর্বল দলের বোলিংয়ের বিরুদ্ধে ঠিকমতো পারফরম্যান্স করা ইত্যাদি বিষয়গুলি কিছুটা স্বস্তির। কিন্তু পরপর দুই ম্যাচে ভারতীয় দল পাওয়ার প্লে-কাজে লাগাতে পারেনি। লোকেশ রাহুল ব্যর্থ হয়েছেন আজও। ডেথ ওভারে আজও ভারতীয় দল সুবিধা করতে পারেনি।

টসে জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। রাহুল মাত্র ৯ রানে আউট হওয়ার পর আজ নেদারল্যান্ডসের বোলারদের সামনে বেশ কিছুটা সমস্যায় ছিলেন রোহিতও। বেশ কয়েকবার তার ক্যাচও ফেলেন নেদারল্যান্ডসের ফিল্ডাররা। কিন্তু বারবার জীবন দান পাওয়ার পর অবশেষে আক্রমণাত্মক হয়ে ওঠেন রোহিত। পাওয়ার প্লে শেষ হওয়ার পর বেশ কয়েকটি বড় শর্ট মেরে ৩৬ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন। এটি ছিল তার টি-টোয়েন্টি কেরিয়ারের ২৯ তম অর্ধশতরান। রান পেলেও রোহিত শর্মার ব্যাটিং আর যারা দেখেছেন তারা কখনোই দাবি করতে পারবেন না যে তিনি আজ নিজের সেরা ছন্দে ছিলেন। ৫৯ রান করে দ্বাদশ ওভারে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হন ভারতীয় অধিনায়ক। কিন্তু আজকের নড়বড়ে ইনিংসেও মোট তিনটি ছক্কা মেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মারা ভারতীয় ক্রিকেটার হয়ে গিয়েছেন তিনি।

হিটম্যান যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ নিজেকে বেশ খানিকটা গুটিয়ে রেখেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করা বিরাট কোহলি। রোহিত শর্মা আউট হওয়ার পরে ওভার থেকেই তিনি নিজের আগ্রাসী ব্যাটিংয় আরম্ভ করেন। দেখতে দেখতে তিনিও ৩৬ বলে ইউনিটের অর্ধশতরান পূর্ণ করে ফেলেন। আজ ভারতীয় ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। পরপর দুদিন দুটো অসাধারণ ইনিংস খেলে বাকি বিশ্বকাপের বড় দলগুলিকে যেন প্রচ্ছন্ন বার্তা পাঠিয়ে রাখলেন বিরাট। শেষপর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৪৪ বলে ৬২ রান করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২১ টি ইনিংস খেলে তার মধ্যে ১২টি-তেই অর্ধশতরান করেছেন বিরাট।

তবে আজ ভারতীয় ইনিংসকে আসল গতি দিয়েছেন সূর্যকুমার যাদব। অসাধারণ ব্যাটিং করে তিনিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে নিজের প্রথম অর্ধশতরানটি সম্পূর্ণ করেন। ক্রিজের গভীরতার ব্যবহার করে তিনি একাধিক দুর্দান্ত শট খেলেন। কিন্তু আজ তিনি একটি মাত্র ছয় মেরেছেন যেটি এসেছে ইনিংসের শেষ বলে। ২৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। নেদারল্যান্ডসের বোলাররা সাধ্যমত চেষ্টা করেছেন। কিন্তু ভারতীয় ক্রিকেট দল গুণমানের দিক দিয়ে তাদের চেয়ে অনেক এগিয়ে সেটা আরও একবার প্রমাণ করে ১৮০ রানের লক্ষ্য ভারত তাদের সামনে বেঁধে দিয়েছিল।

রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে নেদারল্যান্ডস। পাওয়ার প্লে-তে ২টি মেডেন ওভার সহ ১টি উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। প্রথম ভারতীয় বোলার হিসাবে দ্বিতীয়বার টি-টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার প্লে-তে দুটি মেডেন ওভার বল করেন তিনি। আগের ম্যাচে নিষ্ক্রিয় থাকা ভারতীয় স্পিনাররা আজ দুর্দান্ত বোলিং করেছেন। অক্ষর ও অশ্বিন দুজনেই আজ কৃপণ বোলিং করে ২টি করে উইকেট নিয়েছেন। কিন্তু ডেথ ওভার নিয়ে সমস্যা থেকেই গিয়েছে। নেদারল্যান্ডসকে বাগে পেয়েও অল-আউট করা যায়নি। উপরন্তু শেষ ৪ ওভারে ডাচ টেল-এন্ডাররা ৩৬ রান করেছেন, যা নিয়ে ভাবতে বাধ্য হবেন রোহিত শর্মা।

সম্পর্কিত খবর

X