বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আহমেদাবাদের সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টিতে বড় জয় পেল ভারতীয় দল (Team India)। প্রথমে ভারতীয় ব্যাটারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিলেন নিউজিল্যান্ডের বোলাররা। এরপর ভারতীয় বোলারদের সামনে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারলো না কিউয়ি ব্যাটিং লাইন-আপ। ১৬৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ দখল করলো ভারত।
প্রথমে ব্যাট করে আজ ঈশান কিষানকে দ্বিতীয় ওভারে মাত্র সাত রানের মাথায় হারিয়ে ফেলতে হলেও চাপে পড়েনি ভারতীয় দল। আহমেদাবাদের ব্যাটিং বান্ধব উইকেটে কিউয়ি বোলারদের ওপর আক্রমণের ঝড় তোলেন রাহুল ত্রিপাঠি। উল্টোদিকে ধীর স্থির ব্যাটিং করছিলেন শুভমান গিল। ২২ বলে ৪৪ রান করে আউট হন ত্রিপাঠি।
এরপর ব্যাটিং করতে নেমে আগ্রাসী শুরু করেও ২৪ রানে আউট হতে হয় সূর্যকুমারকে। তিনি আজ বড় ইনিংস খেলতে পারলে ভারতের স্কোর ২৫০ ছাড়িয়ে যেতো, এমন মন্তব্যও করেছেন অনেকেই। এরপর মাঠে শুরু হয় গিল শো। টি-টোয়েন্টিতে গত কয়েক ম্যাচে একেবারেই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না ভারতীয় ওপেনার। আজ নিজের প্রথম অর্ধশতরানটি পূরণ করতে সময় নিয়েছিলেন ৩৫ বল।
কিন্তু ৫০ সম্পূর্ণ হওয়ার পর থেকে সম্পূর্ণ অন্য রূপের গিলকে দেখা যায়। বাকি ২৮ বলে তিনি ৭৬ রান করেন এবং শেষপর্যন্ত অপরাজিত থাকেন ১২৬ রানে। ভারতীয় ক্রিকেটের মধ্যে এটি সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর। তাছাড়াও ১৭ বলে ৩০ রান করে ভারতীয় দলকে ২৩৪ রানের স্কোর খাড়া করতে সাহায্য করেন হার্দিক পান্ডিয়া।
এরপর রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকে উইকেট হারাতে শুরু করে কিউয়িরা। ড্যারেল মিচেল (৩৫) ছাড়া আর কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন অধিনায়ক হার্দিক। এছাড়া ২টি করে উইকেট নেন অর্শদীপ, উমরান ও শিবম মাভি। ১২.১ ওভারে ৬৬ রান গুটিয়ে যায় নিউজিল্যান্ড।