অভিষেকেই বাজিমাত মাভির, দুর্দান্ত বোলিং উমরানেরও, হাড্ডাহাড্ডি ম্যাচে ২ রানে জয় পেল ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিজের অভিষেক ম্যাচেই জাত চেনালেন শিবম মাভি। সেই সঙ্গে দুর্দান্ত বোলিং উমরান মালিকের। তাদের দুজনের পারফরম্যান্সে ভর করেই বছরের প্রথম ম্যাচ জিতলো ভারতীয় দল। হাড্ডাহাড্ডি ম্যাচের লড়াই গড়িয়েছিল শেষ ম্যাচ অবধি। কিন্তু নিজের স্নায়ুর ওপর কড়া নিয়ন্ত্রণ রেখে ভারতকে ২ রানের ব্যবধানে জয় এনে দিলেন অক্ষর প্যাটেল।

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং একসময় তাদের সিদ্ধান্ত সঠিক বলে মনে হচ্ছিল। কারণ শুরুর দিকে পরপর শুভমান গিল, সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসনকে পরপর হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে অধিনায়ক হার্দিক ও ঈশান কিষাণ পরিস্থিতি সামাল দেন।

   

Hardik ishan

হার্দিক পান্ডিয়া (২৯) এবং ওপেনার ঈশান কিষান (৩৭), দুজনেই ভালো শুরু করলেও বড় রান করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু তারা দুজন যে ভিতটা গড়ে দিয়েছিলেন, তার ওপর ভদ্রস্থ রানের ইমারত করে দেন দীপক হুডা এবং অক্ষর প্যাটেল। হুডা ২৩ বলে ৪১ আর অক্ষর ২০ বলে ৩১ রানের একটি ইনিংস খেলেন।

এরপর বল করতে নেমে হার্দিক ও মাভি দুর্দান্ত শুরু করেন। নতুন বল হাতে অধিনায়ক হার্দিক নিজেই শুরু করেছিলেন এবং অত্যন্ত কৃপণ বোলিং করেছেন তিনি। কিন্তু নিজের অভিষেকের প্রথম ওভারেই দুটি চার খাওয়ার পরেও এই ওভারেই উইকেট নিয়ে সকলকে চমকে দেন মাভি। এরপর নিজের দ্বিতীয় ওভারেও উইকেট তোলেন তিনি।

শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ারিন্দু হাসারাঙ্গা ব্যাট হাতে যথেষ্ট লড়াই করেছেন। কিন্তু ভারতীয় দল নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিতে থাকে। অত্যন্ত কৃপণ বোলিং করে নিজের ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪টি উইকেট নেন মাভি। ২টি করে উইকেট নেন হর্ষল এবং উমরান। শ্রীলঙ্কার হয়ে লড়াইটা শেষ ওভার অবধি নিয়ে গিয়েছিলেন করুণারত্নে। হার্দিক পান্ডিয়া ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়ায় শেষ ওভারটি অক্ষর প্যাটেলের হাতে এসে পড়ে। সেই ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৩ রান। কিন্তু তারা ১০ রানের বেশি তুলতে পারেনি যার ফলে শেষ পর্যন্ত ভারত দুই রানে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল।

ad2
Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর