বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের। আজকের ম্যাচে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা এবং সহ-অধিনায়ক হরমনপ্রীত কউরের দুর্দান্ত শতরানে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলো ভারত। শনিবার আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৭ রানের বিশাল স্কোর খাড়া করেছিলো ভারত। তারপর ভারতীয় বোলাররা ৪০ ওভারেই ওয়েস্ট ইন্ডিজকে অল-আউট করে দেয়। ভারত ম্যাচ জেতে ১৫৫ রানের ব্যবধানে।
প্রথম ইনিংসে ৩১৭ রানের স্কোর করার পরে ভারতীয় বোলাররারা ওয়েস্ট ইন্ডিজকে 40.3 ওভারে ১৬২ রানে গুটিয়ে দেয়। ভারতীয় বোলারদের সমন্বিত বোলিং দাপটে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার বাদে আর কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। । স্নেহ রানা (৩/২২) এবং মেঘনা সিং (২/২৭) ভারতের হয়ে তাদের মধ্যে পাঁচটি উইকেট ভাগ করে নেন, যখন অভিজ্ঞ ঝুলন গোস্বামী (১/৪৩) সহ অন্য তিন বোলারও একটি করে উইকেট নেন।
এই ম্যাচে একটি বড় রেকর্ড গড়ে ফেলেন বঙ্গ পেসার ঝুলন গোস্বামী। বিশ্বকাপে ভারতের হয়ে ৪০ টি উইকেট নিয়ে মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গেলেন তিনি। তার আগে অজি স্পিনার লিন ফুলস্টন, যিনি ১৯৮২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন, সেই সময় বিশ্বকাপের ২০টি ম্যাচে ৩৯ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু ঝুলন তার ৩০তম খেলায় তাকে স্পর্শ করেছিলেন। আজ নিজের ৩১ তম ম্যাচে ফুলস্টনের রেকর্ড ভেঙে দিলেন ঝুলন।
ভারতীয় ওপেনার স্মৃতি এই ম্যাচে তার পঞ্চম ওডিআই শতরান করেন, ১২৩ বলে একটি চাঞ্চল্যকর ১১৯ রানের ইনিংস খেলেন তিনি যা সাজানো ছিল ১৩ টি চার এবং ২ টি ছক্কা দিয়ে। সহ-অধিনায়ক হরমনপ্রীত ১০৭ বলে ১০৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন যা সাজানো ছিল ১০ টি চার এবং দুটি ছক্কা দিয়ে। এটি ছিল ওয়ান ডে ক্রিকেটে তার চতুর্থ শতরান। এই প্রথমবার বিশ্বকাপের ইতিহাসে দুই ভারতীয় ব্যাটার একই ইনিংসে শতরান করলেন। স্মৃতি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়ে সেই পুরস্কার ভাগ করে নেন হরমনপ্রীতের সাথে।