তেজসের দেখা নেই! HAL-এর ওপরে ক্ষুব্ধ বায়ুসেনা প্রধান, সমস্যা খুঁজতে “অ্যাকশন” প্রতিরক্ষা মন্ত্রকের

বাংলাহান্ট ডেস্ক : বরাত নিয়েও সময় মতো ভারতীয় (India) সেনাকে যুদ্ধবিমান সরবরাহ করতে ব্যর্থ ‘হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড’ বা HAL। কিছুদিন আগেই এই ইস্যুতে ক্ষোভ উগরে দিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে বিঁধেছিলেন বায়ুসেনা প্রধান এ পি সিং। আর তাঁর বিরক্তি প্রকাশের পরেই এবার আসরে নামল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। ৫ সদস্যের এক উচ্চ পর্যায় কমিটি গঠন করা হয়েছে, যারা খতিয়ে দেখবে হ্যাল এর সমস্যা। কী কারণে যুদ্ধবিমান উৎপাদনে দেরি হচ্ছে তার কারণ খুঁজে বের করে সমাধানের পথও বাতলে দেবে এই কমিটি।

ভারতীয় (India) সেনাকে সময়মতো যুদ্ধবিমান সরবরাহে ব্যর্থ HAL

সেই ২০১০ সালে ৪০ টি তেজস মার্ক-১ সিরিজের যুদ্ধবিমান সরবরাহের বরাত দেওয়া হয়েছিল হ্যালকে। তার মধ্যে থেকে ৩৬ টি বিমান সরবরাহ করা হয়েছে এখনো পর্যন্ত। বাকি রয়েছে আরো চারটি। এরপর ফের ২০২১ সালে ৮৩ টি (LCA) MK-1A যুদ্ধবিমান সরবরাহের বরাত দেওয়া হয় ওই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে। কিন্তু পূর্ব নির্ধারিত সময় মতো এখনো ভারতীয় (India) সেনা হাতে পায়নি বিমান।

India defense ministry going to take action about hal

ক্ষোভ উগরে দেন বায়ুসেনা প্রধান: আর তারপরেই হ্যাল এর উপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন বায়ুসেনা প্রধান। তিনি স্পষ্টই জানিয়েছিলেন, হ্যাল এর উপরে আর বিন্দুমাত্র ভরসা নেই। বিষয়টা খুবই দুঃখজনক হলেও এটাই সত্যি। বায়ুসেনার (India) প্রয়োজন মেটানো এবং নিজেদের বিশ্বাসযোগ্যতা ফেরানোর দায় ওই সংস্থার নিজের। আর নিজেদের উপরে বিশ্বাস ফেরানোর উদ্যোগও ওই সংস্থার নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন এ পি সিং।

আরো পড়ুন : খোদ প্রধানমন্ত্রীর নির্দেশ, কঠিন “চ্যালেঞ্জ”এর মুখে শ্রেয়া! কী করতে হবে বাঙালি গায়িকাকে?

পালটা জবাব দেয় হ্যাল: হ্যাল এর তরফে পালটা বলা হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন নিষেধাজ্ঞার জেরে বারবার বাধার মুখে পড়তে হয় তাদের। ফলত সরবরাহের কারণ আলস্য বলে দাগিয়ে দেওয়া যাবে না। বাদানুবাদে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই তড়িঘড়ি নিয়ন্ত্রণ করতে উদ্যত হল প্রতিরক্ষা মন্ত্রক (India)।

আরো পড়ুন : প্রথম সিরিয়ালেই চেনালেন জাত, জুটিতে সেরার পুরস্কার নিয়ে বিরাট চমক নায়িকার!

প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এদের মূল কাজ হবে, হ্যাল এর সমস্যা গুলিকে চিহ্নিত করা এবং উৎপাদনের গতিকে কীভাবে ত্বরান্বিত করা যায় তার সুপারিশ করা। সমস্যা খুঁজে সমাধান বাতলে দেওয়ার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে এই কমিটিকে। এছাড়াও উৎপাদনের গতি বৃদ্ধি করতে হ্যালে বেসরকারি বিনিয়োগের দিকটিও চিন্তা ভাবনা করবে এই কমিটি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর