ইরান পৌঁছালো বিশালাকার ভারতীয় ক্রেন, চিন্তায় পড়লো চীন ও পাকিস্তান

বাংলাহান্ট ডেস্কঃ  চীন ও পাকিস্তানের ( China & Pakistan ) যোগাযোগ ব্যর্থ করতে ভারত ইরানের চাবাহার বন্দরের ( Chabahar Port ) উন্নয়নে গতি আরও বাড়িয়েছে। ইরানের ( Iran ) উপর মার্কিন ( US ) নিষেধাজ্ঞার কারণে ধীরগতিতে চলে আসা এই প্রকল্পের গতি এখন পাকিস্তান ও চীন উভয়েরই কাছে উদ্বেগজনক হয়ে উঠেছে। সোমবার দ্বিতীয়বারের মত ওই বন্দরে ক্রেন সহ আরও বেশ কয়েকটি সরঞ্জামের পাঠিয়েছে ভারত। এর আগে জানুয়ারিতে ভারত ওই বন্দরে দুটি মোবাইল হর্ন ক্রেন ( Mobile Horn Crane ) ইনস্টল করেছে। এমনকি আরও দুটি ক্রেন চলতি বছরের জুনে ভারতের তরফে পাঠানো হবে বলে জানা গেছে।

মোবাইল হর্ন ক্রেনের ব্যবহার কী?

বন্দরে দাঁড়িয়ে জাহাজগুলিতে পণ্য লোড এবং আনলোড করার জন্য মোবাইল হর্ন ক্রেনগুলি ব্যবহৃত হয়। এই সাহায্যে, বড় পাত্রের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে একটি বিশাল পরিবহন জাহাজ ভরা বা খালি করা যায়। এই ক্রেনের সাহায্যে বন্দরে পৌঁছে আসা মালপত্র ট্রেন বা ট্রাকের মাধ্যমে স্থলপথে অন্য জায়গায় পাঠানো যেতে পারে খুব তাড়াতাড়ি।

India Delivers Second Batch Of Equipment For Development Of Chabahar Port In Iran - DNP INDIA

ইরানের সাথে ভারতের চাবাহার চুক্তিঃ

ভারত ২৩ মে, ২০১৬-তে ইরানের সাথে ৮৫ মিলিয়ন ডলার চুক্তি করেছে। চুক্তির ( Chabahar Agreement )প্রথম পর্যায়ে বন্দরে যান্ত্রিকীকরণ এবং সরঞ্জাম দেওয়ার জন্য একটি চুক্তি হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে এখান থেকে পণ্য সরবরাহ শুরু হবে। ভারত এর জন্য নৌপরিবহন মন্ত্রকের অধীনে একটি পৃথক সংস্থা গঠন করে, যার নাম ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড।

চাবাহার ভারতের জন্য সুবিধাজনক ?

চাবাহার বন্দরের কারণে ভারত সরাসরি আফগানিস্তান ও ইরানে তার পণ্য পাঠাতে পারবে। তবে এর বাইরেও রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজিকিস্তান ও উজবেকিস্তানের সাথে বানিজ্যিক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রেও নিযুক্ত রয়েছে ভারত। মধ্য এশিয়ার বেশিরভাগ দেশ স্থলপথ দ্বারা বেষ্টিত। তাই ভারত চাবাহারের মাধ্যমে স্বল্প ব্যয়ে এই দেশগুলিতে তাদের পণ্য সরবরাহ করতে পারবে। এই বন্দরের কারণে, ভারত রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার ফলে যে বাণিজ্য ঘাটতি ভোগ করছে তাও আবার পূরণ করা যেতে পারে বলেও খবর।

পাকিস্তানের গদর বন্দরের ( Gadar Port ) পাল্টা ভারতের এই চুক্তিঃ

চীন ও পাকিস্তান যৌথভাবে বিকাশ করা গদর বন্দরের সঙ্গে কাঁটায় কাঁটায় টক্কর দেবে ইরানের এই চাবাহার বন্দর। ভারতের জন্য আরও একটা বড় সুখবর হল আমেরিকা এই বন্দরটিকে ইরানের উপর নিষেধাজ্ঞা থেকে মুক্ত রেখেছে। পাশাপাশি আফগানিস্তান থেকে ইরানের চাবাহার পর্যন্ত ভারতও ( India ) একটি রাস্তা তৈরি করেছে।


সম্পর্কিত খবর