মার্কিন-ইরান সম্পর্কের অবনতিতে সতর্ক ভারত

বাংলা হান্ট ডেস্ক: উপসাগরে মার্কিন তেলের ট্যাংকার বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করেছিল আমেরিকা।অন্যদিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আমেরিকার বিরুদ্ধে ‘গুপ্তচর ড্রোন’নামানোর দাবি করেছিল ইরান। বর্তমানে আমেরিকা এবং ইরানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে যে কোন সময় দুই দেশের মধ্যে তৈরি হতে পারে যুদ্ধকালীন পরিস্থিতি। এই পরিস্থিতিতে আগে থেকেই সাবধান হয়ে গেল ভারতীয় নৌসেনা।
c0afc images 3 9
পারস্য উপসাগর দিয়ে দিনে অন্তত ৫ থেকে ৮ টি অশোধিত তেলের ট্যাঙ্কার যাতায়াত করে ভারতের। তেলের ট্যাঙ্কার গুলি সুরক্ষিত রাখতে ওমান ও পারস্য উপসাগরীয় এলাকায় আইএনএস সুনয়না নামের দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারত। তেলের ট্যাঙ্কার গুলির প্রত্যেকটিতে একজন করে নৌ সেনা অফিসার ও দু’জন করে নাবিক থাকবে। আকাশপথেও চলবে নজরদারি।

সম্পর্কিত খবর