বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসকে (COVID-19) ঠিকমত গুরুত্ব না দিয়ে বড়ো ভুল করেছিল আমেরিকা (America), ইতালিরা (Italy)। তবে ভারত কিন্তু এই ভুল করেনি। দেশে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জারী করা হয়েছে লকডাউন ব্যবস্থা। তবে এই লকডাউন অমান্য করলে কিন্তু দেশের মানুষকে এবং দেশকে অনেক সমস্যার সম্মুখিন হতে হবে। শুক্রবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়। জনসনের আগে ব্রিটেনের প্রিন্স চার্লসের শরীরে এই রোগের জীবাণু প্রবেশ করেছিল।
বর্তমানে প্রিন্স চার্লস এখন কিছুটা হলেও সুস্থ আছে বলে জানা গিয়েছে। ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের করোনা ভাইরাসের টেস্ট স্কটল্যান্ডে করা হয়েছিল। কিন্তু বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রীর শরীরে করোনা ভাইরাস পজেটিভ হওয়ায়, সমগ্র বিশ্বে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনা পজেটিভ হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করনে। প্রথম থেকে সুরক্ষা না নেওয়ায় আমেরিকায় এখন করোনা ভাইরাস ব্যাপকহারে তাঁর বিস্তার লাভ করেছে। বর্তমানে আমেরিকা চীনকেও ছাড়িয়ে গেছে। প্রায় ১৬ হাজারেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৮৫ হাজারেরও বেশি। এখনও অবধি সমগ্র বিশ্বে করোনা ভাইরাসের ফলে প্রাণ হারিয়েছেন প্রায় ২৭ হাজারেরও বেশি মানুষ এবং আক্রান্ত হয়েছেন প্রায় ৬ লক্ষ মানুষ।
এই পরিস্থিতিতে ভারতের নাগরিকদের আরও বেশি করে সতর্ক থাকতে হবে। গৃহবন্দি থেকে নিজেদের এবং দেশের মানুষকে সুরক্ষিত রাখতে হবে। ভারতে এখনও অবধি আক্রান্তের সংখ্যা প্রায় ৯০০ জন এবং মৃতের সংখ্যা ২২ জন।