ভারতীয়দের দ্রুত কিয়েভ ছাড়ার নির্দেশ, নাগরিকদের উদ্ধারে C-17 বিমান পাঠাচ্ছে ভারত

বাংলা হান্ট ডেস্কঃ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া হাজার হাজার ভারতীয়কে উদ্ধারে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, অপারেশন গঙ্গার অধীনে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সরিয়ে নেওয়ার দায়িত্ব তিনি এখন বিমান বাহিনীকে দিয়েছেন। বায়ুসেনার সবচেয়ে বড় C-17 বিমানটি এই কাজে লাগবে এটি কম সময়ে ইউক্রেন থেকে আরও বেশি ভারতীয়কে সরিয়ে নিতে সাহায্য করবে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ষষ্ঠ দিনের জন্য অব্যাহত রয়েছে এবং সেখানে আটকে পড়া অনেক ভারতীয় বাঙ্কারে বসবাস করছে, যাদের এখন খাবার ও পানীয়র সংকট দেখা দিয়েছে।

সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে ANI জানিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে এর জন্য নির্দেশ দিয়েছেন। এ পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া প্রায় এক হাজার ভারতীয়কে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়ার মাধ্যমে আনা হলেও এখনও সেখানে আটকে আছে হাজার হাজার ভারতীয়। ইউক্রেনে ২০ হাজারেরও বেশি ভারতীয় বাস করেন। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার অনেক C-17 বিমান আজ অপারেশন গঙ্গার অধীনে উড়তে শুরু করতে পারে।

   

ইউক্রেনের রাজধানী কিয়েভের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এদিকে, সেখানে আটকে পড়া ভারতীয়দের জন্য কঠোর পরামর্শ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে যে, সমস্ত ভারতীয় নাগরিক এবং ছাত্রদের যত তাড়াতাড়ি সম্ভব কিয়েভ ত্যাগ করা উচিত। দূতাবাসের জারি করা জরুরি পরামর্শে বলা হয়েছে, ভারতীয়র যেই অবস্থাতে রয়েছে, সেই অবস্থাতেই তাদের শহর ছাড়তে হবে।

MILITARY BASE ATTACK 1

ভারতীয় দূতাবাস তার অ্যাডভাইজরিতে বলেছে, ‘কিয়েভের ভারতীয়দের জন্য পরামর্শ.. পড়ুয়া সহ সমস্ত ভারতীয় নাগরিকদের আজ অবিলম্বে কিয়েভ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে উপলব্ধ ট্রেন বা অন্যকোনও মাধ্যমে শহর ছাড়ুন।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর