নিজ্জরের হত্যায় দায়ী নয় ভারত! আসল সত্যি সামনে এল, মুখ পুড়ল ট্রুডোর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নিজের দেশেই এবার বিপাকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একটা সময়ে ট্রুডো দাবি করেন খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং পুরী নিজ্জরের হত্যা মামলায় যোগাযোগ রয়েছে ভারতীয় এজেন্টের। কানাডার সংসদে দাঁড়িয়েও সরাসরি এমন অভিযোগ করেন ট্রুডো। যদিও ভারতের (India) তরফ থেকে কানাডার প্রধানমন্ত্রীর সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়।

স্বস্তির খবর ভারতের (India)

তবে এবার কানাডার একটি রিপোর্ট বলছে, নিজ্জরের হত্যা মামলায় যে বিদেশী রাষ্ট্রের যোগসাজস রয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি। খলিস্তানপন্থী জঙ্গি নিজ্জরকে ২০২৩ সালের ১৮ই জুন দুষ্কৃতীরা খুন করে কানাডার সারেতে একটি গুরুদ্বারের বাইরে। এই হত্যার ঘটনার পর কানাডার (Canada) প্রধানমন্ত্রী ট্রুডো সরব হন ভারতের বিরুদ্ধে।

আরোও পড়ুন : TRP তালিকায় ওলটপালট! জোর টক্কর জগদ্ধাত্রী-কথার! ফুলকি না পরিণীতা, বেঙ্গল টপার হল কে?

নিজ্জর হত্যা মামলায় ভারতীয় এজেন্টের হাত থাকার অভিযোগও তোলেন ট্রুডো। যদিও কানাডার প্রধানমন্ত্রীর এহেন অভিযোগের পর দিল্লির পক্ষ থেকে জানানো হয় এটি সম্পূর্ণ অবাস্তব এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ট্রুডো যে অভিযোগ সেই সময় করেছিলেন তা যে ভিত্তিহীন এবার প্রমাণিত হয়ে গেল।

আরোও পড়ুন : হার্ট অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায়ের! এখন কেমন আছেন প্রাক্তন মন্ত্রী?

শুধু তাই নয়, প্রমাণ করল তারই দেশের একটি কমিশনের রিপোর্ট। মঙ্গলবার কানাডার বিদেশি হস্তক্ষেপ কমিশন ১২৩ পাতার একটি রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টেই বলা হয়েছে, নিজ্জরের হত্যায় অন্য দেশের যুক্ত থাকার প্রমাণ মেলেনি। কূটনীতিকদের বক্তব্য, নিজ্জরের হত্যা মামলায় যে ভারতের (India) হাত নেই সেটাই জানিয়ে দিল কমিশন।

India does not involve in Nijjar's killing

সোজা কথায় বলতে গেলে নিজের দেশেই অস্বস্তির মুখে পড়ে গিয়েছেন ট্রুডো (Justin Trudeau)। তবে বিদেশি হস্তক্ষেপ কমিশনের অভিযোগ, কানাডার নির্বাচনে বিদেশি হস্তক্ষেপে নিরিখে চিনের পরেই রয়েছে ভারত (India)। যদিও ভারতের তরফে কানাডার কমিশনের এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X