বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ইনিংসের পারফরম্যান্স দেখেই বোঝা যাচ্ছিল যে ম্যাচের ফলাফল কি হতে পারে। প্রত্যাশমতই নিউজিল্যান্ডের বোলাররা কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। অসাধারণ ব্যাটিং করলেন রোহিত শর্মা। পেলেন নিজের কেরিয়ারের ৪৮ তম অর্ধশতরান। ৮ উইকেটে ম্যাচ জিতলো ভারতীয় দল। সেই সঙ্গে সিরিজও চলে এলো নিজেদের পকেটে।
আজ টসে জিতে প্রথমে কি করবেন সেই ব্যাপারে কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন রোহিত। ড্রেসিংরুমে কি পরিকল্পনা করে এসেছিলেন তা ভুলে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি। তার সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না তা প্রমাণ করে দেন ভারতের বোলাররা।
কিউয়ি ক্রিকেটারদের মধ্যে মাত্র তিনজন দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছিল। টপ অর্ডারের প্রথম পাঁচজনই পুরোপুরি হতাশ করেছেন। ভারতীয় দলের সামনে দুর্দান্ত ব্যাটিং করে গত ম্যাচের নায়ক হওয়া ব্রেসওয়েল আজও চেষ্টা করেছিলেন ভারতের সামনে বাধা হয়ে দাঁড়ানোর। কিন্তু ২২ রানের বেশি করতে পারেননি তিনি। এছাড়া গ্লেন ফিলিপ্স (৩৬) এবং স্যান্টনার (২৭) কিছুটা চেষ্টা করেছিলেন যার জন্য নিউজিল্যান্ডের স্কোর ১০০ রানের গন্ডি অতিক্রম করতে পেরেছিল।
ভারতীয় দলের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন মহম্মদ শামি। ৬ ওভার বল করে একটি মেডেন সহ ৩টি উইকেট নেন তিনি। এই সময় হার্দিক এবং ওয়াশিংটন সুন্দরও দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছিলেন সিরাজ এবং কুলদীপও।
আজ রান তাড়া করতে নেমে শুভমন গিল এক প্রান্ত সামলে রেখেছিলেন এবং রোহিত শর্মা আক্রমণ করছিলেন অপর প্রান্ত থেকে। ৪৭ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করে আউট হন তিনি। ১১ রান করে আউট হন বিরাট কোহলি। ৫৩ বলে ৪০ রান করে অপরাজিত থেকে ২৯ ওভার আগেই খেলা শেষ করে দেন গিল। আট উইকেটে জয় পায় ভারতীয় দল।